সংবাদদাতা, শিলিগুড়ি : কালীপুজোর (Kalipuja) আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। বিভিন্ন জায়গায় জোরকদমে চলছে প্রস্তুতি। নৈহাটির বড়মায়ের আদলে পুজো করে ফের একবার চমক দিতে চলেছে শিলিগুড়ির মহামায়া স্পোর্টিং ক্লাব। ওদের পুজো এবছর ৪৫তম বর্ষে। তবে তাদের বড়মায়ের পুজোর এবার দ্বিতীয় বর্ষে।
আরও পড়ুন-শ্বশুরবাড়ি যাওয়ার পথে ধর্ষিতা হেড কনস্টেবল
গত বছরও বড়মায়ের পুজো করে শহরবাসীর নজর কেড়েছিল এই ক্লাব। তাই শহরবাসীকে প্রতিবছর বড়মাকে দর্শন করাতে এভাবেই পুজো করার উদ্যোগ নিয়েছে তারা। প্রায় ২১ ফুটের বড়মায়ের প্রতিমা তৈরি করছেন স্থানীয় মৃৎশিল্পী। গতবারের মতো এবছরও প্রচুর দর্শনার্থীদের সমাগম হবে বলে আশাবাদী ক্লাবের সদস্যরা। পুজোর কয়েকদিন প্রসাদ বিতরণও করা হবে, জানালেন ক্লাবের সদস্য বিশাল দত্ত।