গোয়ায় প্রতিবাদ, অনশন

গোয়ায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে অনির্দিষ্টকালীন অনশনে নামলেন রাজ্যের তৃণমূল কংগ্রেস নেত্রী আনা গ্রেসিয়াস।

Must read

গোয়ায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে অনির্দিষ্টকালীন অনশনে নামলেন রাজ্যের তৃণমূল কংগ্রেস নেত্রী আনা গ্রেসিয়াস। সরকারি মদতে উত্তর গোয়ার সেন্ট কটন চার্চে তৈরি হচ্ছে এই অবৈধ নির্মাণ। তৃণমূল কংগ্রেস নেত্রী আনার অভিযোগ, গোয়ার বিজেপি সরকার সব কিছু জেনেও চুপ করে রয়েছে। বেআইনি নির্মাণে মদত দিচ্ছে। এই ফ্যাসিস্ট সরকার গোয়ার ঐতিহ্য ও ইতিহাসকে ধ্বংস করে দিচ্ছে।

আরও পড়ুন-দাবি, প্রতিবাদ, আমন্ত্রণে আদর্শ প্রশাসক জননেত্রী

এর বিরুদ্ধেই আমি অনশনে নেমেছি। সম্প্রতি গোয়া তৃণমূলে যোগ দেন বিশিষ্ট সমাজকর্মী আনা গ্রেসিয়াস। মহুয়া মৈত্র, লুইজিনহো ফালেইরো এবং যতীশ নায়েকের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন তিনি। দলে যোগ দিয়েই সক্রিয়ভাবে বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়লেন।

আরও পড়ুন-ওঁদের জমিতেই বিমানবন্দর অথচ ওঁরাই এখন বাস্তুচ্যুত!

গোয়ায় সংগঠন বাড়ছে তৃণমূল কংগ্রেসের। প্রচার, জনসংযোগের পাশাপাশি প্রতিদিনই সমাজের বিভিন্ন স্তরের মানুষ যোগ দিচ্ছেন দলে। অন্য দল থেকেও নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। এবার যোগ দিলেন প্রাক্তন ডিস্ট্রিক্ট জজ ও গোয়া স্টেট ইনফরমেশন কমিশনার অফনসো আরাউজো। তিনি দলে যোগদান করেন গোয়া তৃণমূল কংগ্রেসের ইনচার্জ এবং লোকসভার সাংসদ মহুয়া মৈত্রের উপস্থিতিতে। বুধবার।

Latest article