ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সরকার এবং বিরোধীদের বিবাদ চরমে উঠল মঙ্গলবার৷ এদিন নয়াদিল্লিতে আয়োজিত যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির বৈঠকে সরকার ও বিরোধীদের বিবাদের মাঝে বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের কটূক্তির জবাব দিতে গিয়ে রাগের মাথায় বোতল ভেঙে আহত হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)৷ তাঁর ডান হাতে চারটি সেলাই করতে হয়েছে৷ সাম্প্রতিককালে এমন নজির নেই যেখানে একটি বিলকে পর্যালোচনা করার লক্ষ্যে আয়োজিত যৌথ সংসদীয় বৈঠকে রক্তপাত হয়েছে৷
আজ নয়াদিল্লিতে আয়োজিত যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির বৈঠকে ফের একবার ওয়াকফ সংশোধনী বিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন আসাদউদ্দিন ওয়েসি, সঞ্জয় সিং, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) মত বিরোধী শিবিরের সাংসদরা৷ এই সময়েই বিরোধী শিবিরকে আক্রমণ করেন নিশিকান্ত দুবে, অভিজিত্ গঙ্গোপাধ্যায়-সহ বিজেপির এক ঝাঁক সাংসদরা৷ দেশের সামগ্রিক উন্নয়নকে মাথায় না রেখেই সংখ্যালঘু তোষণের কাজ করছে বিরোধী শিবির, অভিযোগ করেন তাঁরা। এই মন্তব্যের প্রতিবাদে সোচ্চার হন কমিটির সদস্য, বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ৷ সংসদীয় সূত্রের দাবি, সেই সময়েই কল্যাণ ও অভিজিতের মধ্যে বচসা তৈরি হয়৷ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে ছাপার অযোগ্য কটূক্তি করেন বিজেপি সাংসদ অভিজিত্ গঙ্গোপাধ্যায়, এমনই দাবি সূত্রের৷
আরও পড়ুন-কথা রেখেছেন মুখ্যমন্ত্রী! জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে গঠন টাস্ক ফোর্স, জারি বিজ্ঞপ্তি
বিজেপি সাংসদ অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ বাংলার জনতার রায়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, পরপর তিনবার বিধানসভা নির্বাচনে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে পশ্চিমবঙ্গবাসী, সাফ জানান কল্যাণ৷ সংসদীয় সূত্রের অভিযোগ, এর পরেও ফের বাংলার শাসকদলকে উদ্দেশ্য করে কটূক্তি করেন অভিজিত্৷ এই সময়েই ক্ষোভে ফেটে পড়েন কল্যাণ৷ রাগের চোটে তিনি নিজের টেবিলে রাখা কাঁচের জলের বোতল আছড়ে ভেঙে ফেলেন৷ এর জেরে তাঁর হাতে চোট লাগে৷ ৬৭ বছর বয়সী আইনজীবী সাংসদের ডান হাতের আঙুলে কাঁচ ঢুকে যায়৷ বৈঠক ফেলে বিরোধী সাংসদরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ছোটেন সংসদের প্রাথমিক চিকিত্সালয়ে৷ সেখানে তৃণমূল সাংসদের হাতে রক্তক্ষরণ বন্ধ করার জন্য চারটি সেলাই করতে হয়৷
এর পরে বৈঠক শুরু হলে কল্যাণের বিরুদ্ধে বৈঠকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সোচ্চার হন শাসক শিবিরের সাংসদরা৷ তাকে সাসপেন্ড করা হোক, প্রস্তাব রাখেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে৷ সূত্রের দাবি, তিনি অভিযোগ করেন কল্যাণ, অভিজিত্-সহ কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালকে উদ্দেশ্য করে কটূক্তি করেছেন এবং তাকে বোতল ছুঁড়ে মারতে গিয়েছেন৷ বিরোধী শিবির এর প্রতিবাদ করলেও ৯-৮ ভোট জয়ী হয় শাসক শিবির, একদিনের জন্য জেপিসি বৈঠক থেকে সাসপেন্ড হন কল্যাণ।