বিজয়া সম্মিলনীকে বিজয় সম্মিলনীতে পরিণত করার ডাক পূর্ব মেদিনীপুরে

Must read

প্রতিবেদন : বিজয়া সম্মিলনীকে পূর্ব মেদিনীপুর জেলায় বিজয় সম্মিলনীতে পরিণত করতে হবে। মঙ্গলবার কাঁথির তিন নম্বর ব্লকের মারিশদার বিজয়া সম্মিলনী থেকে ডাক দিল তৃণমূল। তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরকে দু’হাতে ঢেলে সাজিয়েছেন। কোথাও কোনও খামতি রাখেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা অটুট। স্থানীয় নেতৃত্বের ভুলে পূর্ব মেদিনীপুরে হারতে হয়েছে তৃণমূলকে। এবার পূর্ব মেদিনীপুরে জেলায় ১৬-র ১৬টি জিতেই মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে হবে।

আরও পড়ুন- ওয়াকফ বিল নিয়ে ধুন্ধুমার: জেপিসিতে রক্তারক্তি, বিজেপির কটূক্তির জবাব দিতে গিয়ে আহত কল্যাণ

তিনি (Kunal Ghosh) বলেন, আমরা ২০২৪-এ পূর্ব মেদিনীপুরে ১৫টা বিধানসভা কেন্দ্রে পিছিয়ে ছিলাম। বিধানসভায় খেলা উল্টাতে হবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত। সেই কথা মাথায় রাখতে হবে। বিজয়া সম্মিলনীকে বিজয় সম্মিলনীতে পরিণত করতে হবে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জেতাতে হবে। তাঁর কথা, সংগঠনকে জোরদার করতে হবে। সমস্ত খামতি মেটাতে জনসংযোগ চালিয়ে যেতে হবে। সারা রাজ্যে বিজেপির আসন কমেছে। তৃণমূলের আসন বেড়েছে। সেখানে উত্তম বারিকের মতো ছেলে কীভাবে হারে নিজের মাটিতে? আমাদের সচেতন হতে হবে। নিজেরা যদি নিজেদের সহ্য করতে না পারি বিরোধীরা শেষ হাসি হাসবে। তিনি আরও বলেন, বিজেপি সারা বাংলায় দাঁড়িয়ে আছে সিপিএমের ভোটে। সিপিএমের ভোট কমে বিজেপিতে গেছে। সিপিএমকে বলব ক্ষমতা থাকলে আগে বিজেপির থেকে ভোট ফিরিয়ে দেখান। তিনি সিপিএমকে চার আনার নকুলদানা বলে কটাক্ষ করেন। আগে বিজেপির থেকে ভোট ফিরিয়ে দেখান, তাহলে বুঝব দম আছে সিপিএমের। এদিন বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষকান্তি পণ্ডা, আইএনটিটিইউসির বিকাশ বেজ, ব্লক সভাপতি নন্দ মাইতি প্রমুখ।

Latest article