আবাসের সমীক্ষা শুরু, স্পট থেকে ছবি ও তথ্য আপলোড

সেইমতো যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরি হবে এবং টাকা দেওয়া শুরু হবে। তিন ধাপে টাকা দেওয়া হবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

Must read

প্রতিবেদন : কেন্দ্র আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করেছে। তা রাজ্য দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো মঙ্গলবার থেকে শুরু হল আবাসের সমীক্ষা। হুগলি জেলার ২০৭টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই সমীক্ষা শুরু করা হয়েছে। পঞ্চায়েতকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করছেন। কারা আবাস পাবার যোগ্য তা খতিয়ে দেখছেন, ছবি-সহ রিপোর্ট তৈরি করছেন। সেই স্থান থেকেই মোবাইল অ্যাপের মাধ্যমে পোর্টালে আপলোড করছেন।

আরও পড়ুন-কানাডা-ভারত দ্বৈরথের মাঝে মুম্বই হামলার চক্রীকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু

২০২০-’২১ সালে আবাস যোজনার তালিকায় যাঁদের নাম ছিল, যাঁরা পরে আবেদন করেছিলেন এবং যাঁদের ঘর প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ভেঙে গিয়েছে, তাঁদের বাড়ি সরজমিনে খতিয়ে দেখছেন পঞ্চায়েত কর্মীরা। নিজের নামে জায়গা, মাসে পনেরো হাজার টাকার কম আয়, নিজের নামে তিন চাকা-চারা চাকা গাড়ি নেই এমন ব্যক্তি আবাস পাবার যোগ্য হবেন। এদিন কোদালিয়া-১ গ্রাম পঞ্চায়েতের আয়মা ডাঙার টোটোন রায়ের বাড়িতে পরিদর্শন করেন পঞ্চায়েতকর্মীরা। সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের মিঠাপুকুর এলাকাতেও বাড়ি বাড়ি সমীক্ষা চালায় পঞ্চায়েত কর্মীরা। হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া বলেন, মঙ্গলবার থেকে সমীক্ষা শুরু হল। ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। অনলাইন পোর্টালের মাধ্যমেই উপভোক্তাদের সমস্ত তথ্য সংশ্লিষ্ট দফতরে চলে যাবে। সেইমতো যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরি হবে এবং টাকা দেওয়া শুরু হবে। তিন ধাপে টাকা দেওয়া হবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

Latest article