প্রতিবেদন :সামনেই মহারাষ্ট্রের বিধানসভা ভোট৷ জম্মু-কাশ্মীরের বিধানসভা ভোটে ক্ষমতা হারানোর পরে মহারাষ্ট্র জয়ে মরিয়া হয়ে ঘুরপথে এগোনোর ছক কষছে বিজেপি, চেষ্টা হচ্ছে টাকা দিয়ে ভোট কেনার— এমনই অভিযোগ করা হচ্ছে বিরোধী শিবিরের তরফে৷ এই প্রসঙ্গেই বিজেপি, শিবসেনা ও এনসিপির জোটের সরকারকে তোপ দেগেছেন শিবসেনা(উদ্ধব গোষ্ঠী) শিবিরের সাংসদ সঞ্জয় রাউত৷
আরও পড়ুন-পুলিশ কি একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করছে? প্রশ্ন সুপ্রিম কোর্টের
তাঁর অভিযোগ, ভোটে জেতার জন্য মহারাষ্ট্রের ১৫০ জন বিধায়ককে ৫০ কোটি টাকা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে৷ দিন দুই আগে পুণের কাছাকাছি অবস্থিত একটি টোল প্লাজায় একটি গাড়ি থেকে নগদ ৫ কোটি টাকা উদ্ধার করেছে মহারাষ্ট্র পুলিশ৷ এই ঘটনাকে হাতিয়ার করেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে উদ্দেশ্য করে তোপ দেগেছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত৷ তাঁর অভিযোগ, দুটি গাড়িতে করে টাকা পাচার হচ্ছিল৷ এর মধ্যে একটি গাড়িকে আটকেছে পুলিশ, অন্য গাড়িটিকে যেতে দেওয়া হয়েছে অবাধে৷ ওই গাড়িতেই ছিল মোটা টাকা৷ মহারাষ্ট্রের ১৫০ জন বিধায়ককে ভোটে জেতার জন্য ৫০ কোটি টাকা করে দেওয়া হবে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ যে টাকা আটক করা হয়েছে, তা আসলে প্রথম কিস্তির টাকা৷ পরে আরও টাকা দেওয়া হবে৷