প্রতিবেদন : প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তের (Pankaj Dutta) দ্রুত আরোগ্য কামনা করে কুৎসা-অপপ্রচার নিয়ে কড়া বার্তা দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। বুধবার সোশ্যাল মিডিয়ায় তাঁর বার্তা, পঙ্কজবাবুর অসুস্থতা নিয়ে কুৎসা, অপপ্রচার করছে কোনও কোনও মহল। এই বয়সে তিনি কার্যত রোজ টিভি চ্যানেলে উত্তেজিতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দিষ্ট লাইনে চিৎকার করেন। সেমিনারেও তাই, এসব থেকেই অসুস্থতা। যাঁরা ওঁকে দিয়ে রোজ চিৎকার করান, তাঁরা দায়ী।
একই কথা তিনি এদিন জানান সাংবাদিক বৈঠকেও। ফেসবুক পেজে তিনি লেখেন, পঙ্কজবাবু একটি এলাকার মহিলাদের ইঙ্গিত করে চূড়ান্ত খারাপ মন্তব্য করেন। তাই পুলিশি ব্যবস্থা হয়েছে। আর পুলিশ ডাকার জন্য যদি উনি অসুস্থ হন, তাহলে এতদিন পুলিশকর্তা ছিলেন কী করতে? তাহলে বলতে হয় তাপস পাল, সুব্রত মুখোপাধ্যায়, সুলতান আহমেদের মৃত্যুর জন্য সিবিআই দায়ী। তাই তো দাঁড়ায়, নাকি? তিনি বলেন, পঙ্কজ দত্ত (Pankaj Dutta) রাজ্যের প্রাক্তন আইজি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভাল। তিনি আমায় যথেষ্ট স্নেহ করেন।
আরও পড়ুন-আগামিকাল রাতে ল্যান্ডফল, শুরু বৃষ্টি, ডানার প্রতি মুহূর্তের খবর রাখছেন মুখ্যমন্ত্রী
তাঁর অসুস্থতা নিয়ে যে কুৎসা চলছে, তার পাল্টা কুণাল বলেন, পুলিশ ডাকায় তিনি অসুস্থ হলে ওঁর আইনজীবীরা আদালতে গেলেন না কেন? পুলিশ ডাকার পর যদি অসুস্থ হয়ে থাকেন, তাহলে টিভির অনুষ্ঠান করলেন কীভাবে? ৭০ বা ৭৩ বছর বয়স হলেই যদি তিনি অসুস্থ হন, তাহলে রোজ টিভির অনুষ্ঠানে আসছেন কীভাবে? বেনারসে সেমিনারে বক্তৃতা দিতে গেলেন কীভাবে, সে-প্রশ্নও তোলেন প্রাক্তন সাংসদ।