ডানার জেরে বাতিল দেড়শোরও বেশি ট্রেন

বৃহস্পতিবার রাত ৮টার পর কোনও ট্রেন ছাড়বে না শিয়ালদহ থেকে

Must read

প্রতিবেদন : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা (Cyclone dana)। তার জেরে ভারী থেকে অতি-ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলিতে। ঝড়ের প্রভাবে বিপর্যস্ত হতে পারে রেল পরিষেবাও। তাই আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দূরপাল্লা ও লোকাল মিলিয়ে ১৫০-এরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে শিয়ালদহ ডিভিশন থেকে। সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ১৪ ঘণ্টা শিয়ালদহ ডিভিশন থেকে ছাড়বে না কোনও ট্রেন। বাতিল হওয়া ট্রেনগুলির অধিকাংশই শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন। এ ছাড়াও বারাসত-হাসনাবাদ শাখারও ট্রেন বাতিল করা হয়েছে। পুরীগামী সমস্ত দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। পূর্ব রেল ও ইস্ট কোস্ট রেল ১৯টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে। শুধু বৃহস্পতি ও শুক্রবারই নয়, শনিবারও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। করা হয়েছে বলে পূর্ব রেল জানিয়েছে।

আরও পড়ুন- ঘূর্ণিঝড় ডানার প্রকোপে ফসল নষ্টে মিলবে শস্যবিমা : কৃষিমন্ত্রী

Latest article