প্রতিবেদন : উপনির্বাচনের কারণে কয়েকটি এলাকা বাদ রেখেই রাজ্যে আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এই সমীক্ষায় এখন পর্যন্ত ২ লক্ষের বেশি উপভোক্তাদের বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। প্রথম দুদিনেই বাদ পড়েছে ৪০ হাজারের বেশি প্রাপকদের নাম।
আরও পড়ুন-বাড়ি বাড়ি প্রচার-সভা-মিছিল প্রার্থীদের
নাম বাদ পড়ার কারণ হিসেবে জানানো হয়েছে, অনেক উপভোক্তা নিজেদের উদ্যোগে বাড়ি তৈরি করে নিয়েছেন। অনেকে রয়েছেন, যাঁরা ওই ঠিকানায় আর বাস করেন না। কোনও কোনও উপভোক্তা কেন্দ্রের বেঁধে দেওয়া নতুন শর্ত পূরণ করতে পারেননি। মূলত এই কারণগুলিতেই উপক্ষোক্তাদের আবেদন বাতিল করা হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, কেন্দ্র টাকা না দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রান্তিক মানুষের মাথায় পাকা ছাদ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন। ন্যায্য প্রাপকরা যাতে আবাস যোজনার সহায়তা পান, তা নিশ্চিত করাই আমাদের সরকারের লক্ষ্য। আর ইত্যবসরে পাকাবাড়ি তৈরি করে নিতে পেরেছেন অনেকেই। তা প্রমাণ করে রাজ্যের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে যথার্থ। তাই তাঁরা নিজেরাই পাকাবাড়ি বানিয়ে নিতে পেরেছেন।
আরও পড়ুন-ডানার জেরে বাতিল দেড়শোরও বেশি ট্রেন
প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর ঘোষণামতো নিজেদের কোষাগার থেকেই আবাস যোজনায় ১১ লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার। এ জন্য রাজ্য জুড়ে বাড়ি বাড়ি গিয়ে চূড়ান্ত পর্যায়ের সমীক্ষা করা হচ্ছে। রাজ্যে প্রায় সাড়ে ১১ লক্ষ উপভোক্তার তথ্য যাচাই করার কথা থাকলেও, নতুন করে আরও আবেদনকারীর তথ্য সংযোজন করা হয়েছে। সব মিলিয়ে উপভোক্তার সংখ্যা বাড়বে আরও কয়েক লক্ষ, জানিয়েছে রাজ্য।