প্রতিবেদন: মহারাষ্ট্রে প্রবল গোষ্ঠীদ্বন্দ্বে গেরুয়া শাসকজোট৷ জম্মু-কাশ্মীরে সদ্য ধুলোয় মিশে গিয়েছে বিজেপির সরকার গড়ার স্বপ্ন৷ উপত্যকা থেকে গেরুয়া শিবিরের প্রার্থীদের খেদিয়ে দিয়েছেন জম্মু-কাশ্মীরবাসী৷ এবার শাসক শিবিরের সেই গোষ্ঠীদ্বন্দ্বই প্রবল ভাবে মাথাচাড়া দিয়েছে মহারাষ্ট্রে৷ বিজেপির চারজন প্রার্থীর বিরুদ্ধে অঘোষিত বিদ্রোহ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন শিবসেনার বিক্ষুদ্ধ গোষ্ঠীর নেতা-কর্মীরা৷ পূর্ব কল্যাণ, থানে, নবি মুম্বই এবং মুরবাদ আসনের বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার করছেন তারা। শুধু তাই নয়, এই চার বিজেপি প্রার্থীর প্রচারেও অংশ নিতে নারাজ শিন্ডে-গোষ্ঠী। কোনও রকম সহযোগিতাও করা হবে না তাঁদের সঙ্গে, সাফ জানিয়ে দিয়েছে শিন্ডে-গোষ্ঠী৷ এই চারটি আসনেই শিন্ডে-গোষ্ঠীর আধিপত্য যথেষ্ট৷ এটা জানার পরেও যেভাবে একতরফা সিদ্ধান্তে বিজেপি এই চারটি জায়গায় তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে, তারপরে আর শিষ্টাচার বজায় রাখা সম্ভব হচ্ছে না বলে খোলাখুলি জানিয়ে দিয়েছেন শিবসেনার বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতারা৷
উল্লেখ্য, মুম্বইয়ের ওরলি বিধানসভা আসনে কাকে প্রার্থী করা হবে, তা নিয়েও দুই দলের অন্দরে তীব্র মতানৈক্য আছে বলেই সূত্রের দাবি৷ বিধানসভা ভোটের আগে রীতিমতো চওড়া হয়ে দেখা দেওয়া শাসক শিবিরের এই ফাটলগুলিই আগামী দিনে বিপাকে ফেলবে রাজ্যের ক্ষমতাসীন শাসক জোটকে, এটা ভালই জানেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ তাই দিল্লিতে বসে মরিয়া হয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন তাঁরা৷ তবে মহারাষ্ট্রের গ্রাউন্ড জিরোতে এর কোনও প্রভাবই পড়ছে না বলে মনে করছে রাজনৈতিক মহল৷