‘দানা’র আতঙ্কের মাঝেই এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা টেরিটি বাজারে (Teretti Bazar)। আজ, বুধবার সন্ধ্যায় জনবহুল ওই এলাকায় হঠাৎ করেই আগুন লেগে যায়। প্রাথমিকভাবে আগুন নেভাতে দমকলের ১০টি ইঞ্জিন আসে। আগুন বাড়তে থাকায় ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে একটি কাঠের গুদাম থেকে আগুন ছড়িয়েছে। কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছে পুরো এলাকা। একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার ফলে রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। কালীপুজোর আগে বড় ক্ষতির সম্মুখীন হল ব্যবসায়ীরা।
আরও পড়ুন-সিকিমে মরশুমের প্রথম তুষারপাত, বরফ ছাঙ্গুতে
টেরিটি বাজারের কাছে এজরা স্ট্রিট আলোর মার্কেট হিসেবে বেশ জনপ্রিয়। কালীপুজো বা দীপাবলির আগে অনেকে এই এজরা স্ট্রিটে আলো কিনতে যান। এই সময় ব্যবসা থাকে তুঙ্গে। তার মধ্যে বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে যাওয়ার ফলে ক্ষতি হয়েছে অনেকটাই যদিও এই মুহূর্তে ক্ষতির সঠিক পরিমান বোঝা যাচ্ছে না। কালীপুজোর মুখে টুনি লাইটগুলি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কীভাবে আগুন ছড়াল, তা এখনও স্পষ্ট নয়। বড় ক্ষতি এড়াতে পুরো এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত আছে হেস্টিংস ও বড়বাজার থানার পুলিশ। রয়েছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। এভাবে ও অগ্নিকাণ্ডের ফলে আপাতত ওই এলাকার যান নিয়ন্ত্রণ করা হয়েছে।