প্রতিবেদন : এবার ১ হাজার কেজিরও বেশি মাদক পাচার করতে গিয়ে এসটিএফ-এর জালে ধরা পড়ল বিজেপি নেতা। নাম অজিতকুমার দাস (Ajit Kumar Das)। বুদবুদের মানকরের বাসিন্দা। ধৃতকে বুধবার আদালতে পেশ করা হয়। জানা গিয়েছে ওই বিজেপি নেতাকে মঙ্গলবার বিকালে পানাগড়ের দার্জিলিং মোড়ের কাছে ঘোরাফেরা করার সময় সূত্র মারফত খবর পেয়ে এসটিএফ-এর একটি দল তাকে আটকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১১২০ গ্রাম মাদক (মরফিন) উদ্ধার করে। এর পরেই তাকে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতের কাছ থেকে দুটি ট্রেনের টিকিট ও একটি মোবাইল উদ্ধার হয়েছে। এসটিএফ-এর জেরায় ধৃত বিজেপি নেতা মাদক দ্রব্য পাচারের সাথে যুক্ত হওয়ার কথা স্বীকার করেছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তার সন্ধান চালাচ্ছে এসটিএফ ও কাঁকসা থানার পুলিশ।
বিজেপি নেতা (Ajit Kumar Das) বিশাল পরিমাণ মাদক-সহ গ্রেফতার হওয়ায় মুখে কুলুপ জেলার ও রাজ্যের বিজেপির মাতব্বরদের। কী বলবে তারা? কোন মুখেই বা বলবে?
আরও পড়ুন-অসহায় রাষ্ট্রপুঞ্জ, তাই কি ক্ষমা চাইল নোবেল কমিটি?