প্রতিবেদন : ওয়াকফ সংশোধনী বিলের (২০২৪) সংসদীয় কমিটির বৈঠকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) সঙ্গে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় চূড়ান্ত অসভ্যতার পর সমালোচনার ঝড় উঠেছে চারদিকে। বুধবার সকাল থেকে বিরোধীদের তোপের মুখে কমিটির চেয়ারম্যান-সহ অভিজিৎ। বুধবার ডিএমকে শীর্ষ নেতা সাংসদ ডি রাজা তাঁর সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা উল্লেখ করে লিখেছেন, কমিটির বৈঠকে যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। ভাবা যায় না কোনও কমিটির বৈঠকে এই ধরনের ঘটনা ঘটছে। তাঁর সংযোজন, যেভাবে চেয়ারম্যান কমিটির বৈঠক পরিচালনা করেন তাতে সদস্যদের মনে এই কমিটির নিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা এবং গণতান্ত্রিক ব্যবস্থা অটুট রাখা নিয়ে সন্দেহের উদ্রেক হতে বাধ্য। তিনি নিজেও এই কমিটির সদস্য। বুধবার তাঁর এক্স হ্যান্ডেলে কমিটির চেয়ারম্যানের তুঘলকি আচরণ নিয়ে সরব হয়েছেন ডি রাজা। উল্লেখ্য, মঙ্গলবার এই কমিটির বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কার্যত অসভ্যতা করে। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। এই সময় অভিজিৎ-এর সঙ্গে বাদানুবাদে কাঁচের বোতল ভেঙে হাত কাটে কল্যাণের। চারটি সেলাইও করতে হয়। এই ঘটনায় স্তম্ভিত সকলে। শুধু তাই নয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে উল্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই (Kalyan Banerjee) একদিনের জন্য সাসপেন্ড করা হয়। বুধবার এই তুঘলকি আচরণের জবাব দিল বিরোধী দল।
আরও পড়ুন-অসহায় রাষ্ট্রপুঞ্জ, তাই কি ক্ষমা চাইল নোবেল কমিটি?