ভোররাতে সুপার সাইক্লোনের পরিণত হয়েছে ‘ডানা’ (Cyclone Dana)। প্রতি ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে উপকূলের দিকে আরও ৯০ কিলোমিটার এগিয়েছে ঘূর্ণিঝড়। IMD জানিয়েছে এই মুহূর্তে, সাগরদ্বীপ থেকে মাত্র ৩৫০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিকে আর পারাদ্বীপ থেকে এটি ২৮০ কিলোমিটার দক্ষিণ- পূর্বে ঘূর্ণিঝড়ের অবস্থান। বৃহস্পতির সকাল থেকেই ওড়িশার একাংশ জুড়ে ঝড়-বৃষ্টি শুরু। এখনও পর্যন্ত এই ঝড়ের যা অভিমুখ তাতে ১২০ কিলোমিটার বেগে ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে ঘূর্ণিঝড়ের ‘ল্যান্ডফল’ হবে। সকালে জগন্নাথ মন্দির খোলা থাকলেও ভিড় প্রায় নেই বললেই চলে। সকাল থেকে পর্যটকশূন্য পুরীর সমুদ্র সৈকত।
ঘূর্ণিঝড় ডানার (Cyclone Dana) প্রভাবে তুমুল বৃষ্টি হবে বাংলায়। সকাল থেকেই উপকূল এলাকায় শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। নোডাল অফিসারের নেতৃত্বে আগামী শনিবার পর্যন্ত প্রতি রাতে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। দিঘা -মন্দারমনি -তাজপুর পুরোপুরি পর্যটক শূন্য করা হয়েছে। সকাল থেকে টহল দিচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা, সঙ্গে রয়েছে পুলিশ। মাইকিং করে চলছে জোর প্রচার। সমুদ্রে যাতে কেউ না নামতে পারে সেই দিকে কড়া নজর রয়েছে প্রশাসনের। তৈরি রাখা হয়েছে ডাক্তারদের বিশেষ দল। প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুল্যান্সও। সব থেকে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা পূর্ব মেদিনীপুরের। বৃহস্পতিবার সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি আর দমকা হাওয়া পাথরপ্রতিমা, নামখানা, ফ্রেজারগঞ্জ-সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায়।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। এই তিন জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে কিছু জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানেও ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। দক্ষিণের বাকি জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। শুক্রবারেও পরিস্থিতি মোটের উপর একই রকম থাকবে। ২৬ অক্টোবর অর্থাৎ শনিবার দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত।
আরও পড়ুন- কোটি টাকার মাদক! বিজেপি নেতা গ্রেফতার
বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। হলদিয়া টাউনশিপ থেকে নন্দীগ্রামের কেন্দামারি পর্যন্ত ফেরি চলাচল বন্ধ। হলদিয়া বন্দর সূত্রে খবর, বুধবার সকাল থেকেই সব পণ্যবাহী জাহাজ বার্থ থেকে বের করে দেওয়া হয়েছে। আগাম সতর্কতা হিসেবে বৃহস্পতিবার সকালে হলদিয়া বন্দরে জাহাজে পণ্য ওঠানামার কাজ বন্ধ করা হলো। শুক্রবার দুপুর পর্যন্ত সমস্ত অপারেশনাল ওয়ার্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বন্দরের লকগেট অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছে। ৫টি বার্জও ডকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যেই পৌঁছেছে এনডিআরএফের সদস্যরা। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে সুন্দরবনে। এলাকা পরিদর্শনে গিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। ঘূর্ণিঝড়ের সতর্কতা রয়েছে বাঁকুড়াতেও। মাইকিং করা হচ্ছে হাওড়াতেও।
এদিকে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বাকি জেলা ও উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।