নবান্নে মন্ত্রিসভার বৈঠকে নিয়োগে ছাড় মুখ্যমন্ত্রীর

এছাড়া স্বাস্থ্য দফতরে ১৮টি, জলসম্পদে সাতটি পদ রয়েছে। এছাড়া কর্মবন্ধু, পরিবেশ, অর্থ দফতরে নতুন নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন : ঘূর্ণিঝড়ের আবহে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসেছিল নবান্নে (Nabanna)। বৃহস্পতিবার নবান্নে ওই বৈঠকে শতাধিক নতুন পদ সৃষ্টি-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দফতরে ৫৭টি নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য দফতরে ১৮টি, জলসম্পদে সাতটি পদ রয়েছে। এছাড়া কর্মবন্ধু, পরিবেশ, অর্থ দফতরে নতুন নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে।

আরও পড়ুন-মনোনয়নের পাশাপাশি জেলায় চলছে প্রচার

অন্যদিকে নাবার্ড ও রাজ্য সমবায় ব্যাঙ্ক থেকে রাজ্য সমবায়, কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের ১৫০০ কোটি টাকার ঋণ নেওয়ার প্রস্তাবে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। এছাড়াও দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেডের অধীন ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট তৈরির ছাড়পত্রও দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। নিউ টাউনে অর্থ তালুক তৈরির জন্য আরও সাড়ে তিন একর জমি দেওয়ার প্রস্তাবেও এদিন সিলমোহর দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

Latest article