সংবাদদাতা, হলদিয়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে কার্যত মুগ্ধ রাজ্যবাসী। আর সেই উন্নয়নের ওপর আস্থা রেখে বিধানসভা নির্বাচনের আগেই প্রায় ৪০ বিজেপি নেতা-কর্মী হলদিয়ায় (Haldia) বিজেপি ছেড়ে বৃহস্পতিবার যোগ দিলেন তৃণমূলে। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং আদর্শের ওপর ভরসা রেখে তৃণমূলে যোগ দেন তাঁরা হলদিয়া শহর তৃণমূল আয়োজিত বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে।
আরও পড়ুন-দশ মাসে পুরুলিয়ায় পরিষেবা পেয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ, স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের ৪১ কোটি
উপস্থিত ছিলেন তমলুক সংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, প্রাক্তন বিধায়ক তুষার মণ্ডল, হলদিয়া শহর তৃণমূল সভাপতি মিলন মণ্ডল-সহ অন্যরা। বিজয়ার মঞ্চ থেকেই জেলা সভাপতির হাত ধরে তৃণমূলের পতাকা নেন এই ৪০ জন। এঁদের একজন বিজেপির জেলা কমিটির সদস্য এবং হলদিয়া মণ্ডলের ইনচার্জ দয়াময় কুমার। অসিত বন্দ্যোপাধ্যায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ তৃণমূলে যোগদান করছেন। বিজেপি যেভাবে ভ্রষ্টাচার চালিয়ে যাচ্ছে তার বিরোধিতায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন।