আবু শিরোপা পেলেন আকাশবাণীর আধিকারিক

Must read

প্রতিবেদন : নতুন পালক আকাশবাণীর (Akashvani Kolkata) মুকুটে। এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (আবু) ২০২৪-এ সেরার শিরোপা জিতল ‍‘হুইস্পার অফ এ ওয়েটল্যান্ড: এ ভিশন ফর টুমরো’। এটি প্রযোজনা করেছেন আকাশবাণী কলকাতার (Akashvani Kolkata) অনুষ্ঠান আধিকারিক শুভায়ন বালা। মূলত পূর্ব কলকাতা জলাভূমির পরিবেশগত গুরুত্ব এবং নগরোন্নয়নের ভূমিকাই উঠে এসেছে এই তথ্যচিত্রের প্রেক্ষাপটে। সারা বিশ্বে ৩৪২টিরও বেশি তথ্যচিত্রের মধ্যে সেরা হয়েছে এটি। এই বছরের পারস্পেকটিভ থিম ছিল ‍‘ভবিষ্যৎ’। এমন কর্মকাণ্ড যা ভবিষ্যৎ সংক্রান্ত আলোচনাকে উদ্বুদ্ধ করে। উদ্ভাবন থেকে বিজ্ঞান, প্রযুক্তি বা ব্যক্তিগত প্রচেষ্টা এবং আগামীর সম্ভাবনা নিয়ে ভাবে।
‘হুইস্পার অফ এ ওয়েটল্যান্ড: এ ভিশন ফর টুমরো’, কলকাতার ‍‘কিডনি’ হিসাবে জলাভূমির ভূমিকাকে তুলে ধরেছে এবং পরিবেশের সংরক্ষণে এর ভূমিকা নিয়ে বার্তা দিয়েছে। ডকুমেন্টারিটি জলাভূমির প্রাকৃতিক জল শোধন ব্যবস্থা এবং সমৃদ্ধ জীববৈচিত্রকে ফুটিয়ে তুলেছে, যার মধ্যে স্থানীয় অর্থনীতি এবং সাংস্কৃতিক তথ্যও রয়েছে।

আরও পড়ুন- রাত জেগে নবান্নে মুখ্যমন্ত্রী, বাড়ি যেতে বললেন মহিলাদের

Latest article