প্রতিবেদন : ঘূর্ণিঝড় ডানার সঙ্গেই প্রায় পাল্লা দিয়ে চলল তৃণমূল (TMC) প্রার্থীদের মনোনয়ন দেওয়ার পালা। বৃহস্পতিবার উত্তরের মাদারিহাট এবং দক্ষিণের মেদিনীপুরে মনোনয়ন জমা দিলেন দুই প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ও সুজয় হাজরা। এদিন কয়েক হাজার দলীয় কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী সুজয় হাজরা। তার আগে সকালে মেদিনীপুর দেওয়ান বাবার চক কালী মন্দিরে পুজো দিয়ে সহধর্মিণীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। বিদ্যাসাগর হল থেকে কয়েক হাজার দলীয় কর্মী ও সমর্থকের সঙ্গে মিছিল করে বটতলা কালীমন্দির, কেরানিতলা হয়ে মহকুমা শাসকের দফতরে পৌঁছন। একেবারে রঙিন বেলুনে সুসজ্জিত হয়ে বাজনা, ঢাক ও ঢোলক বাদনের মধ্য দিয়ে মিছিলটি অনুষ্ঠিত হয়। মহকুমা শাসকের দফতরে যাওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সারা বছর পড়াশোনা করলে পরীক্ষার আগে যেমন রাত জেগে পড়তে হয় না, ঠিক তেমনি ৩৬৫ দিন সাধারণ মানুষের পাশে থেকে সরকারের উন্নয়ন পৌঁছে দিলে ভোটের আগে নতুন করে প্রচারের দরকার হয় না তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবার দুপুরে ডুয়ার্সকন্যায় মনোনয়ন জমা দিলেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভার উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। জেপি বলেই রাজনৈতিক মহলে যাঁর পরিচিতি। বৃহস্পতিবার সকাল ১১টায় প্রার্থী জয়প্রকাশ বীরপাড়ার হরিমন্দিরে পুজো দিয়ে জুবিলি ময়দান থেকে তৃণমূল কংগ্রেসের মহামিছিলে অংশগ্রহণ করেন। ওই মিছিল বীরপাড়ার বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিন মিছিল শেষ হওয়ার পর তৃণমূল নেতৃত্ব ও বেশ কিছু কর্মী-সমর্থক নিয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পৌঁছন জয়প্রকাশ। সেখান থেকে ফের এক মিছিল করে জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় মনোনয়নপত্র জমা করেন প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। এদিন প্রার্থীর সঙ্গে পূজো দেওয়া থেকে শুরু করে মিছিল এবং মনোনয়নপত্র জমা দেওয়া পর্যন্ত, তাঁকে অভিভাবকের মতো আগলে রাখতে দেখা যায় রাজ্যসভার সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বড়াইককে। এই মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল, তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী, গঙ্গাপ্রসাদ শর্মা-সহ অনেকেই।
আরও পড়ুন- ডানা ঝাপটাল গভীর রাতে ধামারায় ল্যান্ডফল