উচ্চ প্রাথমিকে নিয়োগে জটিলতা নেই: ১৪,০৫২ টি শূন্যপদে নিয়োগে সবুজ সঙ্কেত সুপ্রিম কোর্টের

Must read

উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে আর কোনও জটিলতা রইল না। ১৪ হাজার ৫২ টি শূন্যপদে নিয়োগে সবুজ সঙ্কেত দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই বিষয়ে আর কোনও হস্তক্ষেপ করা যাবে না বলে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই রায়ের ফলে অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেই আশাবাদী চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন- বেআইনি গুদাম-গাড়ি পার্কিং রুখতে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানিয়েছিল নতুন করে মেধা তালিকা প্রকাশ করে নিয়োগ দিতে হবে। সেই মতোই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল এসএসসি। কিন্তু কিন্তু এক পরীক্ষার্থী হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে (Supreme Court) মামলা দায়ের করায় তাতে স্থগিতাদেশ দেওয়া হয়। ফের থমকে যায় নিয়োগ প্রক্রিয়া। উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। তবে এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল হাইকোর্টের রায়ই বহাল থাকবে। ১৪ হাজার ৫২ টি শূন্যপদ পূরণের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারে রাজ্য সরকার। এ বিষয়ে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। যদিও অর্ধেক কাজ এগিয়ে রয়েছে। কাউন্সেলিং শেষে নিয়োগপত্র দেওয়ার প্রস্তুতিও শেষ। এবার দ্রুত নিয়োগ হবে বলেই আশাবাদী যোগ্য চাকরিপ্রার্থীরা।

Latest article