সংবাদদাতা, কোচবিহার : সিতাইয়ের রাধাগোবিন্দ ও কালীমন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিলেন সিতাই বিধানসভা উপনির্বাচনের (By Election) তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়৷ তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ছিল উৎসবের মেজাজ। এরপরে হুড খোলা জিপে চড়ে সঙ্গীতা যান মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে। সঙ্গে ছিলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ, তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, জেলা তৃণমূল মহিলা সংগঠনের জেলা সভানেত্রী সুচিস্মিতা দেবশর্মা প্রমুখ৷ সঙ্গীতা রেকর্ড ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী। বললেন, সিতাইয়ের মানুষ যেভাবে সাড়া দিচ্ছে তাতে বিরোধী প্রার্থীদের জামানত জব্দ হবে৷
অভিজিৎ দে ভৌমিক বলেন, সঙ্গীতার জয় শুধু সময়ের অপেক্ষা। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, মনোনয়ন জমাকে ঘিরে হাজার হাজার তৃণমূল কর্মী ভিড় করেছিলেন৷ কর্মীদের এই উচ্ছ্বাস বলে দিচ্ছে বিপুল ভোটে জয় হবে সঙ্গীতার। সঙ্গীতা ২০১৩ সালে আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রধান ছিলেন। এরপরে ২০১৮ সাল থেকে সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি। এবারই প্রথম বিধানসভা নির্বাচনে লড়াই করছেন।
আরও পড়ুন-ঘাটাল মাস্টার প্ল্যান, লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী