তামাক-দ্রব্যে নিষেধাজ্ঞা বৃদ্ধি

Must read

প্রতিবেদন : সরকার তৎপর হলেও মানুষের মধ্যে সচেতনতা ফিরছে কই! ফের একবার তামাকজাত (Tobacco) পানমশলা বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করল রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দফতরের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, তামাকজাত পানমশলা ও গুটখা বিক্রির যে নিষেধাজ্ঞা ছিল সেই মেয়াদ আরও একবছর বৃদ্ধি করা হয়েছে। আগামী ৭ নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। জনস্বাস্থ্যের দিকে নজর দিয়েই এই পদক্ষেপ। খাদ্য সুরক্ষা ও গুণমান বিধির বিক্রয়-সংক্রান্ত আইন অনুযায়ী এই ব্যবস্থা। এর আগেও ২০১৯ সালে শেষ এই ধরনের তামাকজাত (Tobacco) দ্রব্য বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল নবান্ন।

আরও পড়ুন- আবাস সমীক্ষা পরিযায়ী শ্রমিকদের ছাড় রাজ্যের

Latest article