সংবাদদাতা, বর্ধমান : দাদার পর ভাই। একই পদ্ধতিতে অপহরণের ছক কষার ঘটনায় চাঞ্চল্য দেখা দিল বর্ধমানে। গত বৃহস্পতিবার বর্ধমানের (Bardhaman) মেমারি থানার সাতগেছিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা গাড়ি কেনাবেচার ব্যবসায়ী জয়ন্ত ঘোষকে একদল দুষ্কৃতী অপহরণ করার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে উদ্ধার-সহ ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। শনিবার বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, জয়ন্তবাবুকে অপহরণ করার খবর পাওয়ামাত্রই বর্ধমান (Bardhaman) জেলা পুলিশ সুপার সায়ক দাসের নির্দেশে একটি টিম গঠন করে দ্রুত তল্লাশি শুরু হয়। সিসিটিভি, ফোনের টাওয়ার-সহ একাধিক সূত্র থেকে তাঁরা জানতে পারেন, সাতগেছিয়া এলাকারই বাসিন্দা সুখেন সূত্রধর এই অপহরণ-কাণ্ডে যুক্ত। পুলিশ তাকে গ্রেফতার করে জেরা করে জানতে পেরে আব্বাস শেখ ও আলিম শেখ নামে আরও দুই চক্রীকে মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকা থেকে গ্রেফতার করে। তাদের বাড়ি নদিয়ার পলাশিতে। রেজিনগর থানা এলাকা থেকেই অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। এর আগে তাঁর দাদাকেও একইভাবে অপহরণ করা হয়েছিল।
আরও পড়ুন- তামাক-দ্রব্যে নিষেধাজ্ঞা বৃদ্ধি