গুণমানে ডাহা ফেল আরও একগুচ্ছ ওষুধ, কোথায় যাবেন আমজনতা?

স্বাস্থ্যক্ষেত্রে আতঙ্কের খবর আমজনতার জন্য। ভারতে গুণমানের পরীক্ষায় আরও ৪৯টি ওষুধ ডাহা ফেল করল।

Must read

প্রতিবেদন: স্বাস্থ্যক্ষেত্রে আতঙ্কের খবর আমজনতার জন্য। ভারতে গুণমানের পরীক্ষায় আরও ৪৯টি ওষুধ ডাহা ফেল করল। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সম্প্রতি প্রকাশিত মাসিক রিপোর্টে জানায়, মোট ৩০০০ নমুনার মধ্যে এই ৪৯টি ফার্মাসিউটিক্যাল পণ্য নির্ধারিত মান পূরণ করেনি। গুণমানে ফেল করা ওষুধের তালিকায় রয়েছে লাইফ ম্যাক্স ক্যান্সার ল্যাবরেটরি দ্বারা তৈরি ক্যালসিয়াম ৫০০ এমজি এবং ভিটামিন ডি ৩ ট্যাবলেট। এছাড়া হিন্দুস্তান অ্যান্টিবায়োটিকসের মেট্রোনিডাজল ট্যাবলেট এবং রেইনবো লাইফ সায়েন্সেসের ডমপেরিডোন ট্যাবলেটও অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন-হাতছাড়া সিরিজ, প্রশ্নের মুখে টেস্ট ফাইনাল

কেন্দ্রীয় সংস্থার প্রধান রাজীব সিং রঘুবংশীর সাফাই, পরীক্ষা করা সমস্ত ওষুধের মধ্যে মাত্র ১ শতাংশ গুণমানের মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে। সরকারের কঠোর পর্যবেক্ষণ ব্যবস্থা নিম্নমানের ওষুধ উৎপাদনকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করছে। বিশেষ করে, কর্ণাটক অ্যান্টিবায়োটিকস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্যারাসিটামল ট্যাবলেটগুলি গুণমানে ফেল করার জন্য বিশেষভাবে চিহ্নিত হয়েছে। যদিও তাঁর এই দায় এড়ানোর মন্তব্যের পর প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে যারা না জেনে এইসব খারাপ মানের ওষুধ গ্রহণ করতে বাধ্য হয়েছেন তাদের ক্ষতির দায় কার?

Latest article