যুব দলের পরীক্ষা, সাফে মেয়েদেরও

অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপের মূলপর্বে উঠতে একটি জয় দূরে ভারত। রবিবার গ্রুপ ‘ডি’-র শেষ ম্যাচে আয়োজক থাইল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারতের যুব দল।

Must read

কাঠমান্ডু, ২৬ অক্টোবর : অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপের মূলপর্বে উঠতে একটি জয় দূরে ভারত। রবিবার গ্রুপ ‘ডি’-র শেষ ম্যাচে আয়োজক থাইল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারতের যুব দল। গ্রুপের প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবলে একই বিন্দুতে ভারত ও থাইল্যান্ড। কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে থাকায় গ্রুপ শীর্ষে থাইল্যান্ড। তাই থাইল্যান্ডকে হারাতে পারলেই গ্রুপ সেরা হয়ে সরাসরি আগামী বছরের এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করবে ভারত।

আরও পড়ুন-গুণমানে ডাহা ফেল আরও একগুচ্ছ ওষুধ, কোথায় যাবেন আমজনতা?

একই দিনে মেয়েদের সাফ ফুটবলের সেমিফাইনালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভারতের সামনে নেপাল। আগের ম্যাচে বাংলাদেশের কাছে হতাশাজনক হারের ধাক্কা সামলে সেমিফাইনালে জিততে মরিয়া বালা দেবীরা। তবে নেপালের বিরুদ্ধে লড়াই সহজ হবে না ভারতের কাছে।
ভারতীয় দলের অধিনায়ক আশালতা দেবী বললেন, ‘‘ওরা ঘরের মাঠে বিশাল সমর্থন সঙ্গে নিয়ে খেলবে। আমাদের কয়েজনের কাছে এত দর্শকের সামনে খেলার অভিজ্ঞতা নেই। এটা অন্য ধরনের অনুভূতি। চাপ নয়, বরং বিপক্ষের সমর্থনকে অনুপ্রেরণা হিসেবেই দেখছি।’’

Latest article