রামনগরে সমবায় নির্বাচনে কুপোকাত বিজেপি, ৩৮-১০ ফলে সবুজ ঝড় তুলল তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে ফের বড়সড় সাফল্য পেল তৃণমূল।

Must read

সংবাদদাতা, রামনগর : বিধানসভা নির্বাচনের আগে ফের বড়সড় সাফল্য পেল তৃণমূল। সমবায় নির্বাচনে তৃণমূলের কাছে কার্যত কুপোকাত বিজেপি। শনিবার পূর্ব মেদিনীপুরের রামনগর ২ ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালকমণ্ডলীর নির্বাচনে তৃণমূলের কাছে গোহারান হারল বিজেপি। এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ৪৮টি। তৃণমূল ৪৮টি আসনেই প্রার্থী দেয়। বিজেপি প্রার্থী দেয় ৪৫ আসনে। ফলে তিনটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় তৃণমূল।

আরও পড়ুন-বিজেপি প্রার্থীকে জালি বললেন সাংসদ

বাকি ৪৫ আসনে শনিবার নির্বাচন হয়। সার্বিক ফল প্রকাশ হলে দেখা যায় তৃণমূলের ঝুলিতে এসেছে ৩৮টি আসন। বিজেপি পেয়েছে ১০। শনিবার সকাল থেকে এই নির্বাচনকে কেন্দ্র করে সমবায় চত্বরে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। গত পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকার বাদলপুর গ্রাম পঞ্চায়েত যায় বিজেপির দখলে। তবে বিজেপির দ্বারা উন্নয়ন সম্ভব নয় বুঝতে পেরেই মানুষ তৃণমূলকে ফের হাত ভরে ভোট দিয়েছেন বলে জানান ব্লক তৃণমূল সভাপতি উত্তম দাস। এই সমিতির মোট ভোটার ২২০০। সকাল থেকে তাঁরা ভিড় করে ভোট দিতে আসেন। বিকেল চারটে পর্যন্ত চলে নির্বাচনী প্রক্রিয়া। এরপরে সব প্রার্থীর উপস্থিতিতে কড়া পুলিশি নিরাপত্তায় ভোটগণনা শুরু বলে ক্রমে সবুজ ঝড় উঠতে দেখা যায়। নির্বাচনের ফল প্রকাশ হতেই আবিরখেলা ও মিষ্টিমুখে মেতে ওঠেন তৃণমূল প্রার্থীদের সঙ্গে নেতা-কর্মীরা। কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি জানান, ‘মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্যানেলকে ভোট দিয়েছে। গদ্দার অধিকারী নিজের এলাকায় নির্বাচনে কোথাও প্রার্থী দিতে পারছেন না, কোথাও নির্বাচনে হেরে পর্যুদস্ত হচ্ছেন। এর থেকে প্রমাণিত, পশ্চিমবঙ্গে বিজেপির যেটুকু শক্তি ছিল তা প্রায় শেষ হয়ে যাচ্ছে। বিজেপি যতই আমাদের সরকার ও নেত্রীর ওপর কালি মাখানোর চেষ্টা করুক না কেন, মানুষ আমাদের পাশেই রয়েছেন।’

Latest article