প্রতিবেদন : ভরসন্ধ্যায় আচমকা বিস্ফোরণে আগুন জ্বলে উঠল পরিত্যক্ত গাড়িতে। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ বেকবাগানের কড়েয়া থানা এলাকায় বাংলাদেশ হাই কমিশনের ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, মা উড়ালপুলের নিচে বছর চারেক ধরে পরিত্যক্ত অবস্থাতেই পড়ে ছিল একটি সাদা চারচাকা গাড়ি। এদিন সন্ধ্যায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের থেকে আগুন লেগে যায় গাড়িটিতে।
আরও পড়ুন-ঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেওয়া শুরু রাজ্যের
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কড়েয়া থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। সহজেই নিয়ন্ত্রণে আসে আগুন। কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছে মহম্মদ মুন্না নামে এক যুবক ও তাঁর পরিবার ওই গাড়ির মালিকানা দাবি করেন। মুন্না জানান, ২০১৯ সালে অ্যাপ ক্যাবের ব্যবসা শুরু করেছিলাম। সেইসময় ব্যাঙ্ক থেকে লোন নিয়ে কয়েকটি গাড়ি কিনে ভাড়ায় খাটিয়েছি। এই গাড়িটি সেগুলিরই একটা। কিন্তু ২০২০ সালে ব্যবসা উঠে যায়। তারপর থেকে এই গাড়িটি এখানেই পড়ে রয়েছে। গাড়ি নিয়ে যাওয়ার জন্য অনেকবার ব্যাঙ্কের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে ওই পরিত্যক্ত গাড়িতে হঠাৎ করে বিস্ফোরণ হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।