শ্যামপুরে সিপিএম, বিজেপি থেকে তৃণমূলে যোগদান

এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক কালীপদ মণ্ডল, হাওড়া জেলা পরিষদের সদস্য জুলফিকার আলি মোল্লা-সহ আরও অনেকে।

Must read

সংবাদদাতা, হাওড়া : শ্যামপুরে সিপিএম ও বিজেপিতে ভাঙন। শ্যামপুরের ডিঙাখোলা পঞ্চায়েতের সিপিএম সদস্যের নেতৃত্বে প্রায় শতাধিক বাম কর্মী ও বিজেপির আইটি সেলের একাধিক সদস্যের সঙ্গে প্রায় ৩০০ জন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শনিবার। এদিন শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বেলপুকুরে আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়।

আরও পড়ুন-ডানায় ২৫ হাজার হেক্টর জমির ধান নষ্ট

এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক কালীপদ মণ্ডল, হাওড়া জেলা পরিষদের সদস্য জুলফিকার আলি মোল্লা-সহ আরও অনেকে। বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মন্ত্রী পুলক রায় বলেন, ‍‘‘আগামী দিনে ওই এলাকার আরও অনেকে বিরোধী দল থেকে তৃণমূলে যোগ দেবেন। আমাদের কাছে দলে যোগ দিতে চেয়ে অনেকেই আবেদন করছেন। দলের শীর্ষ নেতৃত্বের অনুমতিক্রমে তাঁদের ধাপে ধাপে দলে যোগদান করানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে তাতে শামিল হতেই ওঁরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।’’ এদিনের অনুষ্ঠানে এলাকার প্রবীণ দলীয় কর্মীদেরও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

Latest article