প্রতিবেদন : রাজ্যে এসে রবিবার ফের অনুপ্রবেশ নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য প্রশাসনকে নিশানা করেন তিনি। তারপরই অনুপ্রবেশ নিয়ে শাহকে পালটা দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ একে আত্মঘাতী গোল বলেছেন।
আরও পড়ুন-মহিলাদের আয়করে দেশে তৃতীয় বাংলা, প্রথম পাঁচের মধ্যে ৪ অবিজেপি রাজ্য
এদিন শাহের অভিযোগের জবাবে তীব্র কটাক্ষ করে কুণাল বলেন, যদি অনুপ্রবেশের কথা অমিত শাহজি বলেন তবে তো সেটা আত্মঘাতী গোল। কারণ, এ তো সীমান্তের সমস্যা। আন্তর্জাতিক সীমান্ত, যেটা পাহারা দেয় অমিত শাহের দফতরের অধীনস্থ বিএসএফ। সেটা তো রাজ্য বা কলকাতা পুলিশের জায়গা নয়। ফলে এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি বলেন অনুপ্রবেশ একটা সমস্যা, তাহলে তো বলতে হয়, এটা কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রের বিএসএফ-সহ আর যে যে কেন্দ্রীয় এজেন্সি সীমান্ত পাহারা দেয়, এটা তাদেরই ব্যর্থতা। তাঁদেরই এর জন্য আত্মসমালোচনা করা উচিত। তা না করে উল্টে দোষারোপ করছেন। তাঁরাই বিএসএফের এরিয়া ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করেছেন। তারপরও যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ্রবেশ নিয়ে আর্তনাদ করেন তাহলে সেটা আত্মঘাতী গোল ছাড়া আর কী হতে পারে। এভাবেই তিনি নিজের গোলে নিজে বল ঢোকালেন।