‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-দুর্ঘটনার কবলে কাজলের গাড়ি
লোকশিল্পী
লোকের হৃদয়ে যে নাম থাকে
সংস্কৃতির মাঝারে মানুষ তাকে ডাকে
প্রসারে-প্রসারী, লোকজন শিল্পী
লোকশিল্পী নামে পরিচিত শিল্পী।
মাটির মাঝেই জন্ম তাদের
মাটির মাঝেই সংস্কৃতি,
তারা যে সবার আপনজন
সংস্কৃতি তাদের সব রীতি।
কেউ বা ধরে একতারা নিয়ে
বাউল গানের কলি
কেউ বা আবার ফকির গানে
কেউ গায় ভাটিয়ালি।
কেউ বা বাজায় ধামসা-মাদল
কেউ বা বাজায় ঢোল,
কেউ কেউ আবার ঝুমুর গায়
কীর্তন গায়, গানের বোল।
কারো কারো হাতে ডুগডুগি
কেউ বা বাজায় তাসা,
কারো হাতে সঙ্গীত সেতার
কখনো বা ধরে গিটার।
তবলা আর হারমোনিয়াম
এ তো গানের ধারা,
ছৌ নৃত্য না দেখলে পরে
মনে জাগে না সাড়া।
কেউ বা আবার নৃত্যনাট্য, রাভা
কারো কারো আধুনিক গান
কারো বা আবার কাওয়ালি গান
জুড়িয়ে ভরে যায় প্রাণ।
কারো বা সঙ্গীতে ক্লাসিক্যাল
কারো লোকো গান,
চমৎকার সব সুরস্রষ্টার
লোকসংস্কৃতির দান।
আরো আছে বিভিন্ন জায়গায়
ভিন্ন ভিন্ন লোকসঙ্গীত,
সঙ্গীতের মাঝে সবার গর্ব
লোকসংস্কৃতি আমাদের গীত।
মাটির সংস্কৃতি, মাটির ধুলো
দুলিয়ে দেয় জীবন,
ওরা যদি সাথে না থাকে
তবে কোথায় পাব জন-আপন।