সংবাদদাতা, বীরভূম : অন্যায়ের সঙ্গে কোনওরকম আপস নয়। যেই দুর্নীতি করুক তার বিরুদ্ধেই রাজ্য সরকার কড়া ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরকারি মঞ্চ থেকে এই কথা বলে সচেতন করে দিয়েছেন পুলিশ প্রশাসনকে। তবুও কিছু পুলিশ অফিসারের ঘুম ভাঙেনি। যেমন মুখ্যমন্ত্রীর কথায় গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করেননি কীর্ণাহার থানার ওসি শেখ আশরাফুল।
আরও পড়ুন-মাদলের তালে চা-শ্রমিকরা বরণ করলেন জয়প্রকাশকে
এমনই অভিযোগ করে স্থানীয় বাসিন্দা রবীন্দ্রনাথ ঘোষ জানান, আমার একতলা বাড়ি দোতলা করতে গেলে প্রতিবেশী অন্যায়ভাবে বাধা দেন। এই নিয়ে কীর্ণাহার থানায় অভিযোগ করি। কিন্তু ওসি আমায় থানায় ডেকে ঝামেলা মেটাতে ১ লক্ষ টাকা দাবি করেন। দিতে অপারগ বলায় ওসি হুমকি দিয়ে বলেন, ৫০ হাজার দে, তবেই ঘর করতে পারবি। অবশেষে বাধ্য হয়ে ১০ হাজার টাকা দিয়ে ছাড় পাই। যেহেতু কীর্ণাহার থানার ওসি শেখ আশরাফুলের বিরুদ্ধে আমার অভিযোগ তাই বাধ্য হয়ে ‘দিদিকে বলো’ ফোন নম্বরে অভিযোগ জানাই। আমার অভিযোগ সম্পূর্ণ লিপিবদ্ধ করে টাকা ফেরতের আশ্বাস দেওয়া হয়। উল্লেখ্য, বিষয়টি নিয়ে বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল অভিযোগকারী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে কথা বলেন।