২০২৫ সালে হচ্ছে না ‘গগনযান মিশন’! বড় ঘোষণা ‘চন্দ্রযান-৪’ নিয়েও

Must read

২০২৫ সালে ‘গগনযান’ (Gaganyaan Mission) অভিযান হচ্ছে না। সিদ্ধান্তে বদল আনল ইসরো। নিরাপত্তার কারণে চলতি বছর ‘গগনযান’ অভিযান আগামী বছর হচ্ছে না।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, নিরাপত্তার কারণে ২০২৫ সালে ‘গগনযান’ (Gaganyaan Mission) অভিযান করা সম্ভব হচ্ছে না। এর পরিবর্তে ২০২৬ সালে এই অভিযান হবে। ভারতের ‘গগনযান’ সফল হলে রাশিয়া, আমেরিকা ও চিনের পর চতুর্থ দেশ হিসেবে মহাকাশে গবেষণার উদ্দেশ্যে নভোশ্চর পাঠাবে ভারত।

আরও পড়ুন- আগামী ৫০ বছরেও ক্ষমতায় আসবে না বিজেপি : মলয়

পাশাপাশি, ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ‘চন্দ্রযান-৪’ এবং ‘নিসার’-এর উৎক্ষেপণ সূচিও ঘোষণা করেছেন। ২০২৫ সালে হতে চলেছে ভারত-আমেরিকার যৌথ অভিযান ‘নিসার’। ‘চন্দ্রযান-৪’ অভিযান হবে ২০২৮ সালে।

সোমনাথ আরও জানান, “জাপানের মহাকাশ সংস্থা জাক্সা-র সঙ্গে যৌথ চন্দ্র অভিযানের পরিকল্পনাও করা হয়েছে। অভিযানের নাম হবে ‘চন্দ্রযান-৫’।” তবে ওই অভিযানের এখনও কোনও তারিখ জানায়নি ভারতীয় মহাকাশ গবেষণা।

Latest article