উদ্যোগী আইএনটিটিইউসি, বিড়ি শ্রমিকদের মজুরি বাড়াল মালিক

শ্রমিকনেতা জানান, রাজ্য সরকার বিড়িশ্রমিকদের কল্যাণে বহু পদক্ষেপ করেছে। ফলে শ্রমিকদের আর্থ-সামাজিক পরিকাঠামো বদলে গিয়েছে।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : পাশে ছিল স্থানীয় সমস্ত ট্রেড ইউনিয়ন। কিন্তু মূল উদ্যোগী পুরুলিয়া জেলা আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার। মূলত তাঁর চেষ্টায় কালীপুজোর আগে মজুরি বাড়ল বিড়িশ্রমিকদের। সম্প্রতি বিড়ি কোম্পানিগুলির সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছিল। ফলে পয়লা নভেম্বর থেকেই বর্ধিত মজুরি পাবেন শ্রমিকরা।

আরও পড়ুন-প্রেমিক যুগলের প্রাণরক্ষা করেন বর্ধমানের মশানকালী

উজ্জ্বল কুমার জানান, জেলার ঝালদা ১, ঝালদা ২, আড়শা, বাঘমুন্ডি প্রভৃতি ব্লকে প্রচুর মানুষ বিড়িশিল্পের সঙ্গে যুক্ত। এতদিন এই শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরা হাজার বিড়িতে মজুরি পেতেন ১৭১ টাকা। পয়লা নভেম্বর থেকে তাঁরা পাবেন প্রতি হাজারে ১৯৩ টাকা। বিড়ি প্যাকিং, সেঁকে তোলার কাজে যুক্ত শ্রমিকদেরও মজুরি বেড়েছে। তবে আমরা চেয়েছিলাম প্রতি হাজারে মজুরি বেড়ে হোক ২০০ টাকা। তবে এবার তা হল না। শ্রমিকনেতা জানান, রাজ্য সরকার বিড়িশ্রমিকদের কল্যাণে বহু পদক্ষেপ করেছে। ফলে শ্রমিকদের আর্থ-সামাজিক পরিকাঠামো বদলে গিয়েছে।

Latest article