বিজেপির বিরুদ্ধে ক্ষোভই তুরুপের তাস জয়প্রকাশের

দীর্ঘদিন বিজেপির দখলে থাকা মাদারিহাট বিধানসভা আসনটি এবার তৃণমূলের দখলে আসা একপ্রকার নিশ্চিত।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : দীর্ঘদিন বিজেপির দখলে থাকা মাদারিহাট বিধানসভা আসনটি এবার তৃণমূলের দখলে আসা একপ্রকার নিশ্চিত। কারণ নির্বাচন ঘোষণার পর থেকেই তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো যেখানেই প্রচারে যাচ্ছেন, সাধারণ মানুষ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। সেইসঙ্গে তৃণমূলপ্রার্থীকে আশ্বস্ত করছেন জয়ের ব্যাপারে।

আরও পড়ুন-ছয় মাসের মধ্যেই টেট জানালেন পর্ষদ সভাপতি

সাধারণ মানুষের দাবি, গত আট বছর ধরে মাদারিহাট বিধানসভা বিজেপির দখলে। কিন্তু এক টাকারও উন্নয়নের কাজ করেননি বিজেপি বিধায়ক। লোকসভা ভোটে জিতে এখানকার সাংসদ কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। তিনি নিজের বৈষয়িক উন্নতি ছাড়া সাধারণ মানুষের কথা বিন্দুমাত্র চিন্তা করেননি। বিপরীতে মমতা বন্দোপাধ্যায়ের সরকার চা-বাগানের শ্রমিকদের জমির পাট্টা, চা-সুন্দরী আবাস যোজনা, নলবাহিত পানীয় জলের প্রকল্প করে দিয়েছেন।

Latest article