গ্রেড ওয়ান হেরিটেজ তকমা পেল আলিপুর চিড়িয়াখানা

Must read

প্রতিবেদন : দেশের প্রাচীনতম আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) মুকুটে নয়া পালক। একে গ্রেড ওয়ান হেরিটেজ তকমা দিল কলকাতা পুরসভা। এর পরিপ্রেক্ষিতে এবার ব্লু প্লেক- মিলেছে। পুরসভার গ্রেড -ওয়ান হেরিটেজের তালিকায় নতুন সংযোজন আলিপুর জুলজিক্যাল গার্ডেন। এর জন্য কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও তাঁর নেতৃত্বাধীন পুর বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই নিয়ে চিড়িয়াখানা অধিকর্তা জানিয়েছেন, এটা অত্যন্ত আনন্দের খবর। কলকাতা পুরসভার তরফে হেরিটেজ তকমা হাতে পৌঁছতেই তা চিড়িয়াখানায় লাগানো হয়েছে। ঘন নীল রঙের ওই ব্লু প্লেক’টি চিড়িয়াখানার (Alipore Zoo) আভিজাত্য আরও বৃদ্ধি করবে মনে করছেন কর্তারা। কলকাতা পুরসভার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

আরও পড়ুন- নিবেদিতপ্রাণা নিবেদিতা

Latest article