প্রতিবেদন: বিজেপি নোংরা চক্রান্ত করছে, পরিকল্পিতভাবে অপপ্রচার করছে৷ ওয়াকফ সংশোধনী বিল পর্যালোচনার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) চেয়ারম্যান জগদম্বিকা পালকে বোতল দিয়ে আঘাত করার কোনও চেষ্টাই করেননি তিনি৷ আরও একবার নিজের অবস্থান স্পষ্ট করে বললেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ সপ্তাহখানেক আগে দিল্লিতে জেপিসি বৈঠকে বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিবাদের জেরে সভাকক্ষে নিজের টেবিলে রাখা কাঁচের বোতল ভেঙে ফেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন-দিল্লিতে হদিশ আন্তর্জাতিক ড্রাগ চক্রের
এতে বোতলের কাঁচ ভেঙে আহত হন কল্যাণ নিজে৷ তাঁর আঙুলে ৬টি সেলাই পড়ে৷ কমিটির সদস্য বিজেপি সাংসদদের অভিযোগ, কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের দিকে ভাঙা বোতল ছুঁড়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ এই অভিযোগ উড়িয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে জেপিসি বৈঠকের ফাঁকে কল্যাণের দাবি, ভাঙা বোতলটি সভাকক্ষের মেঝেতে গড়িয়ে দেন তিনি৷ এই প্রসঙ্গেই কল্যাণের আরও দাবি, জেপিসির চেয়ারম্যান একজন সম্মানীয় ব্যক্তি, তাঁকে আঘাত করার কোনও উদ্দেশ্যই তাঁর ছিল না এবং তিনি আঘাত করার কোনও চেষ্টাই করেননি৷ উল্টে নিজে রক্তাক্ত হয়েছেন। গোটা ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ এই প্রসঙ্গেই তৃণমূল সাংসদ প্রশ্ন তোলেন জেপিসির বৈঠক থেকে তাঁকে যেভাবে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে সেই সিদ্ধান্তের বৈধতা নিয়ে৷ কল্যাণের যুক্তি, জেপিসির চেয়ারম্যান কাউকে সাসপেন্ড করতে পারেন না৷ এই কমিটি গঠন করেছিলেন লোকসভার স্পিকার৷ সেক্ষেত্রে একমাত্র স্পিকারই পারেন কাউকে সাসপেন্ড করতে৷ এরপরেই তৃণমূল কংগ্রেসের আইনজীবী-সাংসদ সরাসরি তোপ দাগেন বিজেপি সাংসদ, প্রাক্তন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে৷ তাঁর অভিযোগ, বিচারব্যবস্থার গায়ে একটি কলঙ্ক হলেন অভিজিত্ গঙ্গোপাধ্যায়৷ উনি কলকাতা হাইকোর্টের একজন জঘন্য আইনজীবী ছিলেন৷ অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের দেওয়া সব আদেশকে স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন সুপ্রিম কোর্টের বিচারপতি জে কে মাহেশ্বরী ও কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনকে অপমান করেছেন অভিজিত্ গঙ্গোপাধ্যায়, অভিযোগ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ এর জেরে বিশেষ বেঞ্চ গঠন করে দেশের শীর্ষ আদালতের তরফে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জারি করা সব আদেশ স্থগিত করা হয়, অভিযোগ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন-শাহের বিরুদ্ধে কমিশনে তৃণমূল
এসবের মাঝেই মঙ্গলবার দিল্লিতে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গঠিত জেপিসি বৈঠকে স্থির করা হয়েছে, আগামী ৮ নভেম্বর থেকে কলকাতা, পাটনা, গুয়াহাটি, লখনৌ ও ভুবনেশ্বরে গিয়ে সেখানকার ওয়াকফ বোর্ড ও সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন জেপিসির সদস্যরা৷