ফের নিম্নমুখী স্টক বাজার। কালীপুজোর আগের দিন মাথায় হাত বিনিয়োগকারীদের। ৩০ অক্টোবর বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার (Share Market) সূচক নামল ৪২৬.৮৫ পয়েন্ট। আজ বাজার বন্ধ হওয়ার পরে সেনসেক্স দাঁড়িয়েছে ৭৯,৯৪২.১৮ পয়েন্টে। ০.৫৩ শতাংশ পতন দেখা গিয়েছে। বিএসই খোলার সময়ে ৮০,২৩৭.৮৫ পয়েন্টে দাঁড়িয়ে ছিল শেয়ার সূচক। দিনের মধ্যে সর্বোচ্চ ৮০,৪৩৫.৬১ পয়েন্টে উঠেছিল সেনসেক্স।
আরও পড়ুন- মধ্যপ্রদেশে পরপর মৃত্যু ৭টি হাতির! শুরু তদন্ত
আজ নিফটি কমেছে ১২৬ পয়েন্টে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ার (Share Market) সূচক দিনশেষে ২৪,৩৪০.৮০ পয়েন্টে নেমে গিয়েছে। বাজার খোলার সময়ে ২৪,৩৭১.৪৫ পয়েন্ট ছিল নিফটির। এদিন ২,৭৮৭টি স্টকের দাম বেড়েছে। দাম নেমেছে ৯৭৮টি শেয়ারের। এছাড়া, ৭৯টি স্টকের দামে কোনও বদল হয়নি।