প্রতিবেদন : কালীপুজো (Kali Puja) ও দীপাবলিতে কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় হতে পারে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। বৃহস্পতিবার উত্তরের পার্বত্য ৫ জেলায় হবে বৃষ্টিপাত। তবে ভাইফোঁটার দিন থাকবে আকাশ মেঘমুক্ত। ইতিমধ্যেই আবহাওয়া শুষ্ক হতে শুরু করেছে। রাত এবং ভোরের দিকে হালকা শীত অনুভূত হতে শুরু করেছে। বর্তমানে উত্তর অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সক্রিয় হচ্ছে পশ্চিমি ঝঞ্ঝাও।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার বাড়ি, কেন্দ্রীয় সরকারের কোনও ভূমিকা নেই