নভেম্বর (November) মাস ৩০ দিনের মধ্যে ১৪ দিনই ছুটি থাকছে। প্রতি বছরই নভেম্বর মাসে পরবর্তী বছরের ছুটির তালিকা অর্থ দপ্তরের মাধ্যমে প্রকাশ করা হয়। কালীপুজো উপলক্ষে ৩১ অক্টোবর এবং তার পরের দিন অর্থাৎ ১ নভেম্বর ছুটি হিসাবে ঘোষণা করা হয়েছে। ভাইফোঁটা রবিবার পড়েছে তাই সোমবারও ভাইফোঁটার জন্য অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি।
আরও পড়ুন-কালীপুজোর সকালে ঘর থেকে প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার
মঙ্গলবার ও বুধবার খোলা থাকলেও ৭ নভেম্বর ছটপুজো উপলক্ষে বৃহস্পতিবার এবং শুক্রবার ছটের ‘অতিরিক্ত ছুটি’ দেওয়া হয়েছে । শনি-রবি ছুটি থাকলে ৭ থেকে ১০ নভেম্বর টানা চার দিনের ছুটি। ১৫ নভেম্বর শুক্রবার গুরু নানকের জন্মদিন এবং শনি-রবি মিলে মোট তিন দিনের ছুটি। মাসের শেষেও, ৩০ নভেম্বর শনিবার। সবমিলিয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য নিঃসন্দেহে ভাল খবর। শীতের মরশুম আসার আগেই হয়ে যাবে জমিয়ে ঘুরে বেড়ানো।