সংবাদদাতা, বর্ধমান : ফের রেলের গাফিলতি। যদিও বরাত জোরে এড়ানো গেল বিপদ। একই লাইনে চলে এসেছিল দুটি গাড়ি (Train)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে হাওড়া বর্ধমান কর্ড লাইনের ঝাঁপানডাঙা স্টেশনের আগে। এদিন স্টেশনে ঢোকার আগে হঠাৎ থমকে যায় মালগাড়িটি। লাইনে ঠিক তার পেছনে ছিল আপ হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস। মালগাড়িটি থমকে যাওয়ার কারণে পেছনে দাঁড়িয়ে পড়ে এক্সপ্রেস ট্রেনটিও। ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। অনেকেই নেমে পড়েন ট্রেন (Train) থেকে। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সাফাই দিয়ে জানান, সিগনাল না পেয়ে শান্তিনিকেতন এক্সপ্রেস থেমে গিয়েছিল। কোনওরকম যান্ত্রিক ত্রুটি ছিল না বলেই দাবি করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় রেলের তরফে লেখা হয়েছে। এটি অত্যন্ত সাধারণ ঘটনা। সকাল এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে। দুপুর ১টা ৪০ মিনিটের পর কোনওক্রমে পরিষেবা স্বাভাবিক হয়। ঘটনার জেরে চরম ভোগান্তি হয় যাত্রীদের। এদিকে এই ঘটনাকে সাধারণ ঘটনা বলে উল্লেখ করায় অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।
আরও পড়ুন- বিশ্বব্যাঙ্কের আর্থিক সাহায্যে তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান