বৃহস্পতিবার সাতসকালেই ধূসর আকাশ, রাতে যেন গ্যাসচেম্বার

Must read

প্রতিবেদন : দীপাবলির সকালে চোখ খোলার সঙ্গে সঙ্গেই দিল্লিবাসী দেখতে পেল ধোঁয়ার চাদরে ঢেকে আছে চারপাশ৷ পোড়ালি জ্বালানো ধোঁয়ার জেরে বাতাসে ভাসমান দূষিত ধূলিকণার পরিমাণ বেড়ে গিয়েছে মারাত্মকভাবে৷ এর জেরেই ক্রমান্বয়ে খারাপ হচ্ছে দিল্লিসহ লাগোয়া এলাকার বাতাসের গুণগত মান বা একিউআই৷ বৃহস্পতিবার সাত সকালেই দিল্লির বাতাসের গুণগত মান যেভাবে খারাপ হয়েছে, তার জেরে আশঙ্কা দানা বাঁধছে যে দেওয়ালির রাতে আতশবাজি ফাটানো শুরু হলে দূষণের মাত্রা কোথায় গিয়ে দাঁড়াবে৷ দূষণের কথা মাথায় রেখে পরিবেশবান্ধব আতশবাজি ছাড়া অন্যান্য বাজি পোড়ানো বন্ধ করতে এবার আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি সরকার ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ৷ তারপরেও রাত যত বেডে়ছে, ততই বেডে়ছে বাজির দাপট। এই পরিস্থিতিতে দিল্লি-সহ লাগোয়া এলাকায় শুক্রবার বায়ুদূষণের মাত্রা কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই চোখ থাকছে সবার৷ বৃহষ্পতিবার সকালেও রাজধানী দিল্লি-সহ নয়ডা, বৈশালী ও গাজিয়াবাদ এলাকার বাতাসের গুণগত মান ছিল অত্যন্ত খারাপ৷ এদিন দিল্লির আনন্দ বিহারের বায়ুদূষণের মাত্রা ছিল সব থেকে খারাপ৷ এই এলাকার একিউআই ছিল ৪১৯৷ সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে বেলাগাম আতশবাজির কারণে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। যেন এক গ্যাসচেম্বারে পরিণত হয়েছে রাজধানী।

আরও পড়ুন-বিউটিশিয়ানকে কেটে ৬ টুকরো

Latest article