মুখ্যমন্ত্রীর সৌজন্যে বিনামূল্যে বহুমূল্য অস্ত্রোপচার

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) স্বাস্থ্যসাথী বিনামূল্যে কঠিন অস্ত্রোপচার নিম্নবিত্তদের নাগালের মধ্যে এনে দিয়েছে৷ পাশাপাশি বিরল অস্ত্রোপচারও এখন সরকারি হাসপাতালেই হচ্ছে৷ যাঁরা এতদিন দক্ষিণের হাসপাতালে ছুটতেন তাঁরাও এখন বাংলার সরকারি হাসপাতালের উপর বিশ্বাস রাখছেন, ভরসা রাখছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরছেন৷
বুধবার সম্পূর্ণ বিনামূল্যে এক রোগীর হৃদযন্ত্রে ভালভ প্রতিস্থাপন করা হয়েছে৷ অস্ত্রোপচারের ছবি সামাজিক মাধ্যমে দিয়ে ডাঃ শিল্পা বসুরায় জানিয়েছেন, কৃত্রিম হার্ট ভালভ প্রতিস্থাপন করা হয় ফের এসএসকেএম হাসপাতালে৷ প্রায় প্রত্যেক দিনই এমন জটিল অস্ত্রোপচার হচ্ছে৷ সুস্থ হয়ে রোগী বাড়ি ফিরছেন৷ একটি পয়সাও গুনতে হচ্ছে না রোগীর পরিবারকে৷ এই পরিকাঠামো এবং পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) অসংখ্য ধন্যবাদ৷

আরও পড়ুন-মায়ের হাত ধরে শুরু ৪৭ বছর আগে, এবারের থিম লক্ষ্মীর ভাণ্ডার

স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, বেসরকারি হাসপাতালে অ্যাডভান্স মেকানিক্যাল বাইলিফলেট মাইট্রাল ভালভ বসাতে প্রায় আড়াই লক্ষ টাকার বেশি খরচ হয়৷ এমনকী এতদিন সরকারি হাসপাতালেও এই অস্ত্রোপচারের খরচ হত প্রায় ১ লক্ষ টাকা৷ কিন্তু একদিকে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যসাথী প্রকল্প এবং অন্যদিকে সরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নততর হওয়ার কারণে কঠিন অস্ত্রোপচারগুলি এখন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে৷ স্বাস্থ্য দফতরের এ এক বড় সাফল্য৷

Latest article