প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ বিবেক দেবরায়, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Must read

প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায় (Bibek Debroy)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিশিষ্ট অর্থনীতিবিদ এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায়ের (Bibek Debroy) আকস্মিক মৃত্যুর খবরে মর্মাহত। বাংলার মেধাবী সন্তান এবং খ্যাতিমান পণ্ডিত, তিনি আমাদের মনে থাকবেন। শোকাহত পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা।”

আরও পড়ুন- শ্যামাসঙ্গীত নিয়ে ১৫০ গানের মাইলস্টোন পেরলেন মুখ্যমন্ত্রী

মোদি সরকারের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্তে বড় ভূমিকা নিয়েছিলেন বিবেক দেবরায়। সেই সব নীতি প্রণয়নের পরে বিভিন্ন ক্ষেত্রে বিরোধিতা হলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তা নিয়ে সেমিনারের মাধ্যমে প্রচারের কাজও করেছেন পদ্মশ্রী অর্থনীতিবিদ। ২০১৯ সাল থেকে নীতি আয়োগ কমিটিরও সদস্য তিনি।

প্রয়াত অর্থনীতিবিদের শিক্ষা শুরু হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। প্রেসিডেন্সি কলেজের স্নাতক ছিলেন তিনি৷ দিল্লি স্কুল অফ ইকোনমিক্স এবং কেমব্রিজের ট্রিনিটি বিশ্ববিদ্যালয়েও পড়েন তিনি।

Latest article