বাংলার ৫ পুলিশ আধিকারিককে পদক দিল কেন্দ্র

Must read

কথায় কথায় রাজ্য পুলিশের (West Bengal Police) বিরুদ্ধে অভিযোগ করে বিরোধীরা। সেই সব কুৎসা উড়িয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকই পুরস্কৃত করল বাংলার ৫ পুলিশ আধিকারিককে। তদন্তে উৎকর্ষতার জন্যেই এই পুরস্কার।

রাজ্য পুলিশের বিরুদ্ধে অকর্মণ্যতার অভিযোগ তোলে রাম-বাম। দাবি করে সিবিআই তদন্তের। কিন্তু সেই সব অভিযোগের মোক্ষম জবাব বিজেপি সরকারেরই স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া পুরস্কার। তদন্তে উৎকর্ষতার জন্যে ৫ পুলিশ আধিকারিককে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার দীপাবলির দিনই এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। নাম ‘কেন্দ্রীয় দক্ষতা পদক ২০২৪’। স্পেশাস ইনভেস্টিগেশন ফিল্ড-এ এই পদক পাচ্ছেন,
• সাব-ইনস্পেক্টর উচ্ছলকুমার নস্কর
• দেবরাজ নাথ
• সৌরভ মিত্র
• সহকারী সাব-ইনস্পেক্টর শান্তনু নন্দন রাউত
• কিংশুক পাইন
এঁদের পাশাপাশি রাজ্য পুলিশের কনস্টেবল অনিমেষ গিরিও পুরস্কৃত হচ্ছেন

আরও পড়ুন: প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ বিবেক দেবরায়, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

সম্প্রতি কল্যাণীতে গণধর্ষণের ঘটনায় অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নেমে ৮ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও প্রতারণার মামলাতেও দ্রুত অপরাধীদের গ্রেফতার করেছে পুলিশ। তদন্তের জন্য অনিমেষ গিরিকেও একই বিভাগে পুরস্কৃত করা হয়েছে। পুলিশ ছাড়াও তালিকায় রয়েছেন জওয়ানরা। খুব দ্রুত প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

Latest article