এক ধাক্কায় ৬২ টাকা বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম

Must read

প্রতিবেদন : যত দিন যাচ্ছে, বিজেপির ‘অচ্ছে দিন’-এর ঠেলা টের পাচ্ছে দেশের আমজনতা। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। এরই মধ্যে উৎসবের ভরা মরশুমে ফের আরও একবার বাড়ল বাণিজ্যিক গ্যাসের (Commercial Cylinders) দাম। বাণিজ্যিক ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়ানোর কথা জানিয়েছে তেল সংস্থাগুলি। ব্যবসায়িক কারণে যাঁরা বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার করেন, পুজোর আবহে চাপ বাড়ল তাদের ওপর। ফলে হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান, ভাজাভুজির দোকানদারদেরও আরও এক দফা জ্বালানি খরচ বাড়ল। একই সঙ্গে ৫ কেজির এলপিজি সিলিন্ডারের দামও ১৫ টাকা বাড়ানো হয়েছে। তবে গৃহস্থালির ১৪ কেজি সিলিন্ডারের দাম অবশ্য অপরিবর্তিতই রয়েছে। আজ ১ নভেম্বর থেকে এই দাম কার্যকর হয়েছে। ফলে আজ থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে কলকাতায় লাগবে ১৯১১ টাকা ৫০ পয়সা। দিল্লিতে ১৮০২ টাকা, চেন্নাইয়ে ১৯৬৪.৫০ টাকা এবং মুম্বইয়ে ১৭৫৪.৫০ টাকা লাগবে। বিগত চার মাসে এই নিয়ে সবমিলিয়ে মোট ১৫০ টাকার বেশি বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের (Commercial Cylinders) দাম।

আরও পড়ুন-সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু কলকাতার ৫ সরকারি হাসপাতালে 

Latest article