প্রতিবেদন : কালীপুজো, দীপাবলির শুভেচ্ছা বিনিময়ের সঙ্গেই প্রচারও সেরে নিচ্ছেন উপনির্বাচনে (Bye Election) ৬ কেন্দ্রের তৃণমুল প্রার্থীরা। উত্তরের সিতাই, মাদারিহাট-সহ দক্ষিণের মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া এবং তালডাংরায় প্রচার তুঙ্গে রয়েছে। সকাল থেকে রাত— প্রচারে ব্যস্ত প্রার্থী-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং কর্মীরা। উৎসবের আবহে আরও বেশি করে মানুষের দরজায় হাজির হচ্ছেন দলীয় প্রার্থীরা। আগামী ১৩ নভেম্বর ভোট। হাতে মাত্র কয়েকটা দিন সময়। স্বাভাবিকভাবেই কেউই সময় নষ্ট করতে রাজি নয়। কখনও বাড়ি বাড়ি, কখনও পথসভা, আবার কখনও-বা বড় জনসভা, মিছিল সবরকম ভাবেই চলছে প্রচার। সঙ্গে সময়ের দাবি মেনে রয়েছে সোশ্যাল মিডিয়াতেও ঝোড়ো প্রচার। এক ইঞ্চি জমি বিরোধীদের ছাড়তে রাজি নন তৃণমূল প্রার্থীরা।
শুক্রবার সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (Bye Election) তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায়ের সমর্থনে খারিজা গীতালদহ দক্ষিণ এলাকায় নির্বাচনী প্রচার করলেন রবীন্দ্রনাথ ঘোষ। উপনির্বাচনকে ঘিরে তৃণমূল কংগ্রেসের জোরকদমে প্রচার চলছে৷ সিতাইয়ের দরিবস কলোনি এলাকায় তৃণমূল কংগ্রেসের সভা হয়েছে৷ এ ছাড়াও বোরাম পায়েসথি এলাকায় নির্বাচনী প্রচার হয়েছে৷ রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, বিপুল ভোটে জয়ী হবেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিরোধী দলের প্রার্থীদের জামানত জব্দ হবে সিতাইয়ে৷ মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা এদিন ধেড়ুয়া অঞ্চলের দেউলডাঙা এলাকায় নির্বাচনী প্রচারে যান। সেখানে একটি স্থানীয় মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন। এই মন্দির পরিদর্শনের সঙ্গে সঙ্গে সুজয় হাজরা এলাকায় জনসংযোগ করেন, ভোট প্রচার করেন এবং নিজের দৃষ্টিভঙ্গি সকলের কাছে ব্যক্ত করেন। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এলাকার বাসিন্দারা। তিনি সেখানে বাসিন্দাদের সমস্যা, অভাব-অভিযোগের কথা শোনেন এবং অঞ্চলের উন্নয়নের জন্য তাঁর পরিকল্পনা নিয়ে সকলের সঙ্গে আলোচনা করেন। আজ ওই এলাকা জুড়ে তাঁর নির্বাচনী প্রচার রয়েছে।
আরও পড়ুন- স্কুল গেমসে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির জয়জয়কার, শুভেচ্ছা ক্রীড়ামন্ত্রী অরূপের
উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া ও নৈহাটি এই দুটি বিধানসভায় উপনির্বাচন। তারই প্রচার চলছে জোরকদমে। হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ রবিউল ইসলাম। বসিরহাটের সাংসদ সদ্য প্রয়াত হাজি শেখ নুরুল ইসলাম ছেলে। সরকারের উন্নয়ন ও বাবার প্রভাব তাঁর নির্বাচনী প্রচারের মূল হাতিয়ার। কর্মীদের সঙ্গে কর্মিসভা ও প্রস্তুতিসভা করে তাঁদের মনোবল বৃদ্ধি করছেন। শুক্রবার হাড়োয়া বিধানসভার খাসবালান্দা এলাকায় প্রচার সারেন রবিউল। অন্যদিকে, কালীপুজোর দিন মায়ের আর্শীবাদের পাশাপাশি পুজোর আবহেই প্রচার সারলেন নৈহাটির তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনৎ দে।
আসন্ন উপনির্বাচনে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনৎ দে, সাংসদ পার্থ ভৌমিকের সাথে, বৃহস্পতিবার রাত্রে নৈহাটির বিখ্যাত বড় মা-র মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনের সময় প্রার্থী সনৎ দে স্থানীয় মানুষদের দীপাবলি এবং কালীপুজোর শুভেচ্ছা জানান এবং তাঁর প্রচার চালান। এছাড়াও শুক্রবার নৈহাটি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে প্রচার করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনৎ দে। বাঁকুড়াতেও জোরকদমে চলছে প্রচার। সব ক’টি জায়গায় তৃণমূলের প্রার্থীদের নিয়ে মানুষের উচ্ছ্বাস-উদ্দীপনা রয়েছে।