নতুন দাবি বাংলাদেশে

Must read

প্রতিবেদন : নতুন চাপের মুখে বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সরকারি চাকরিতে যোগদান বা আবেদনের বয়সসীমা ৩৫ না করলে চরম আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ‘৩৫ প্রত্যাশী’রা। এবিষয়ে ৩২ বছর বয়সসীমার যে বিজ্ঞপ্তি সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছে কর্মপ্রার্থীদের সংগঠন। তাঁদের প্রশ্ন, জনপ্রশাসন কমিটির সুপারিশে আমল না দিয়ে চাকরিতে আবেদনের বয়সের সীমা কেন ৩২ করা হল? এই নিয়ে ব্যাপক ক্ষোভপ্রকাশ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
আন্দোলনে নামার হুমকি দিয়ে ‘৩৫ প্রত্যাশী’রা মন্তব্য করেছেন, ৩২ বয়সসীমার বিজ্ঞাপন আসলে একটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, রক্ত চাই না, সুষ্ঠু সমাধান চাই। দাবি মেনে না নিলে ছাত্রসমাজ আবার জেগে উঠবে। তীব্র আন্দোলন শুরু করবে রাজপথে।
এদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলিগের কোনও সদস্য বা কর্মী সরকারি চাকরি পাবেন না, অন্তর্বর্তী সরকারের এই ঘোষণাকে কেন্দ্র করে দেখা দিয়েছে তীব্র বিতর্ক এবং ক্ষোভ। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘোষণাই প্রমাণ করছে ইউনুস আসলে পাকিস্তানের হাতের পুতুল। শুধু তাই নয়, এই আজব সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে ইউনুসের ব্যক্তিগত প্রতিহিংসার রাজনীতিও।

আরও পড়ুন- চাঁদের মাটিতে আবাস?

Latest article