টানা বেশ কিছুদিন ধরেই বিমানে বোমাতঙ্কের হুমকি আসছিল। এবার এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে পাওয়া গেল কার্তুজ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লি বিমানবন্দরে। শনিবার এই ঘটনার কথা জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার মুখপাত্র।
আরও পড়ুন-গাজায় পরপর বোমা বর্ষণ, মৃত ৫০ শিশু-সহ ৮৪ জন
জানা গিয়েছে, গত ২৭ অক্টোবর এয়ার ইন্ডিয়ার A1916 বিমানটি দুবাই থেকে নয়াদিল্লি এসেছিল। বিমান অবতরণের পরে যাত্রীরা নেমে যান। পরে ওই বিমানের ভিতরের একটি আসনের পাশের পকেট থেকে কার্তুজ পাওয়া গিয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফে নিয়ম মেনে ইতিমধ্যেই এয়ারপোর্ট পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এবার এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে কার্তুজ উদ্ধারের পর স্বাভাবিকভাবেইযাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।