তুঙ্গে উঠেছে প্রচার

বিজয়া সম্মিলনীর পর কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে জনসংযোগকেই ভোট প্রচারের হাতিয়ার করল তৃণমূল।

Must read

প্রতিবেদন : বিজয়া সম্মিলনীর পর কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে জনসংযোগকেই ভোট প্রচারের হাতিয়ার করল তৃণমূল। ১৩ নভেম্বর উপনির্বাচন বাংলার ছয় বিধানসভা কেন্দ্রে। তার আগে তৃণমূলের প্রচার তুঙ্গে উঠেছে। মানুষের দরজায় দরজায় ঘুরছেন প্রার্থীরা। সেইসঙ্গে পথসভা ও জনসভাও করছেন।

আরও পড়ুন-৪৮ ঘণ্টায় পাঁচটি রহস্যমৃত্যু, এবার মণিপুরে খুন সাব-ইন্সপেক্টর

উত্তরের সিতাই, মাদারিহাট-সহ দক্ষিণের মেদিনীপুর, তালডাংরা, নৈহাটি ও হাড়োয়ায় উপনির্বাচনে প্রচারে ঝড় তুলেছে তৃণমূল। প্রার্থীকে নিয়ে তৃণমূল নেতা-কর্মীরা ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছেন। শনিবার নৈহাটি পুরসভার ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে প্রচার সারেন প্রার্থী সনৎ দে। শুক্রবার মাঝিপাড়ার প্রচারে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। স্থানীয় বুদ্ধিজীবী, ইমাম এবং প্রবীণ নাগরিকদের সঙ্গে দেখা করেন। এলাকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। হাড়োয়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ রবিউল ইসলাম বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি কর্মিসভা করছেন। বুথস্তরের কর্মীদের নিয়ে বৈঠক করছেন।

আরও পড়ুন-বিজেপির হরিয়ানায় ভয়ঙ্কর ঘটনা, বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদে পিটিয়ে খুন বৃদ্ধকে

মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা এদিন কুড়মি বড়াম থান উদ্বোধন করেন। এই অনুষ্ঠানটি ওই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য। মণিদহ গ্রাম পঞ্চায়েতে নানা সম্প্রদায়ের বন্ধন মজবুত করতে বিশেষ জোর দেন তিনি। তাঁর কথায়, আমাদের সম্প্রদায়কে একত্রিত করতে হবে। তাই তুলে ধরতে হবে ঐতিহ্যকে। জনগণের ক্ষমতায়নের জন্য কুড়মি বড়াম থানের মতো প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ। অন্যদিকে, বাঁকুড়ার তালডাংরায় মণ্ডল গ্রাম অঞ্চলের বুথে বুথে প্রচার সারেন প্রার্থী ফাল্গুনী সিংহবাবু।
উত্তরের মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো এদিন জোরদার প্রচার সারেন।

আরও পড়ুন-বোমাতঙ্ক-হুমকির মধ্যেই এয়ার ইন্ডিয়ার বিমান থেকে মিলল কার্তুজ! যাত্রীদের নিরাপত্তা কোথায়?

জেলাপরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈবকে নিয়ে মুজনাই চা-বাগানে জনসংযোগ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চা শ্রমিকদের জন্য কী কী করেছেন, তা সকলের সামনে তুলে ধরেন। কোচবিহার সিতাই কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে এসে মাতালহাটে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশারফ হোসেন বলেন, উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় স্রেফ সময়ের অপেক্ষা। সিতাই উপনির্বাচনে বিপুল ভোটে সঙ্গীতা রায় বসুনিয়া জয়লাভ করতে চলেছেন। মাতালের হাট অঞ্চলের পূর্ব ভূতকুড়ায় নির্বাচনী প্রচার করেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষও। ভেটাগুড়ি অঞ্চলের ব্রহ্মণেরচৌকি এলাকায় নির্বাচনী প্রচার করেন রবীন্দ্রনাথ ঘোষ ও মোশারফ হোসেন। গোসানিমারি ২ অঞ্চলে বুথে বুথে জনসংযোগ করা হয়।

Latest article