মার্কিন আইটি কোম্পানিতে এক ধাক্কায় ১৩০০ জন ছাঁটাই

ইন্টেল একা নয়, মাইক্রোসফ্ট সারা বছর ধরে ছাঁটাই করেছে। সেখানে জানুয়ারিতে ২০০০ জন, জুন মাসে ১০০০ জনকে ছাঁটাই করা হয়েছে।

Must read

আমেরিকান বেশ কয়েকটি কোম্পানি বিপুল পরিমাণ কর্মী ছাঁটাই করেছে। এবার সেমিকন্ডাক্টর চিপ এবং কম্পিউটার ডিভাইস নির্মাতা কোম্পানি ইন্টেল (Intel) ১৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। ওরেগন রাজ্যের চারটি অফিসে এই ছাঁটাই হবে বলে জানানো হয়েছে। অফিশিয়াল নথি অনুযায়ী, কর্মীদের চাকরি হারানোর কথা আগে থেকেই বেশ কয়েকবার জানানো হয়েছিল। ১৫ নভেম্বর থেকে ছাঁটাইয়ের প্রথম ধাপ শুরু হবে। দুই সপ্তাহ ধরে চলবে এই পদ্ধতি। খরচ কমাতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেই সংস্থান তরফে খবর। মূলত এই ছাঁটাইয়ের পেছনে রয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা ও দ্রুত বর্ধনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। ক্রমাগত আয় কমে যাচ্ছে কোম্পানির। নিয়মিত বেতন দেওয়া হয়ে দুর্বিষহ হয়ে উঠছে সংস্থার পক্ষে।

আরও পড়ুন-ডাবল ইঞ্জিন রাজ্যে অমানবিকতার নজির স্বাস্থ্যকেন্দ্রে, ছিঃ! মৃত স্বামীর রক্ত মুছলেন অন্তঃসত্ত্বা স্ত্রী

ইন্টেল একা নয়, মাইক্রোসফ্ট সারা বছর ধরে ছাঁটাই করেছে। সেখানে জানুয়ারিতে ২০০০ জন, জুন মাসে ১০০০ জনকে ছাঁটাই করা হয়েছে। শুধু তাই নয়, জুলাই মাসে প্রোডাক্ট এবং প্রোগ্রাম ম্যানেজমেন্টের কর্মীরা চাকরি হারান। গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটও কর্মী সংখ্যা কমানো হয়েছে। অ্যাপল চলতি বছরের মে মাসে ক্যালিফোর্নিয়ায় ৬১৪ জনকে ছাঁটাই করেছে। মেটাও খরচ কমাতে গত এক বছরে হাজারও কর্মী ছাঁটাই করেছে বলেই খবর।

Latest article