প্রতিবেদন : মেঘালয়ে মেঘ কেটে সূর্যের আলো। ফুটল জোড়া ফুল (TMC in Meghalaya)। একদিনে বদলে গেল পাহাড়ি রাজ্যের রাজনৈতিক চালচিত্র। রাজ্যের টানা দশ বছরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma)-সহ ১২ জন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। যোগ দিয়েই বিরোধী দলের তকমা পেল তৃণমূল কংগ্রেস। এই প্রথম পশ্চিমবঙ্গের (West Bengal) বাইরে কোনও রাজ্যে বিরোধী দল হল বাংলার শাসকদল। বিধায়করা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে হল ৬।
রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা হওয়ার পরেই মুকুল সাংমা স্পষ্টভাবে জানিয়ে দিলেন, কংগ্রেসে থেকে বিরোধী দলের কর্তব্য পালন করতে পারছিলাম না। শুধু তাই নয়, গোটা দেশে কংগ্রেস বিরোধী দলের ভূমিকায় কোনও ছাপ ফেলতে পারেনি দেশের মানুষের মনে। অথচ রাজ্যের প্রতি দায়বদ্ধতার কথা আমরা অস্বীকার করতে পারি না। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল বলেন, ২০১৮ সালে বিধানসভা ভোটের পর আমরা নিশ্চিত ছিলাম সরকার গড়ব। কংগ্রেস ছিল একক বৃহত্তম দল। কিন্তু কংগ্রেস নেতৃত্বের ব্যর্থতায় আমরা তা পারিনি। ফলে বিকল্পের সন্ধান ছিল। গোটা দেশ এখন তৃণমূল কংগ্রেসের (TMC in Meghalaya) দিকে তাকিয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ই এখন বিজেপির দেশ-বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদী মুখ।
আরও পড়ুন: BJP : আর নয় বিজেপি
দিনকয়েক আগেই কলকাতা (Kolkata) এসেছিলেন মুকুল। বৈঠক করেছিলেন। সন্তর্পণেই চলছিল কাজ। বুধবার রাতে তার চরম পরিণতি ঘটে। মেঘালয়ে ২০২৩-এ ভোট। এই ভোটে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস সরকার গড়ার পথ তৈরি করে রাখল। এদিন ১২ বিধায়কের হাতে দলীয় পতাকা তুলে দেন দুই মন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak) ও মানস ভুঁইয়া (Manas Bhunia)।